ফের ট্রেন দুর্ঘটনা, বীরভূমে চাকা খুলে গেল মালগাড়ির! থমকে শিয়ালদা, হাওড়ার বহু ট্রেন

Published:

birbhum
Follow

প্রীতি পোদ্দার, বীরভূম: করমণ্ডল, কাঞ্চনজঙ্ঘা, রাজধানী, জ্ঞানেশ্বরী- একের পর এক ভয়ংকর ট্রেন দুর্ঘটনা কেড়ে নিয়েছে শয়ে শয়ে সাধারণ মানুষের প্রাণ। যার কালো অন্ধকারের ছায়া এখনও কাটেনি। এদিকে রেল দুর্ঘটনা থেকে নিস্তার খুঁজতে নানা রকম প্রচেষ্টা করে চলেছে ভারতীয় রেল। কিছুদিন আগেই তামিলনাড়ুতে ট্রেন চলাকালীন হঠাৎ ট্রেনের পরপর ৫ বগি থেকে লাইন চ্যুত হয়ে যায়। তবে সেবার হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আর এবার ফের সকাল সকাল আরও এক রেল দুর্ঘটনার খবর উঠে আসল খবরের শিরোনামে।

বীরভূমে রেল দুর্ঘটনা!

রেল সূত্রে খবর, সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। আর সেই মালগাড়িতে ভর্তি করা হয়েছে অসংখ্য কয়লা। কিন্তু হঠাৎই কয়লাবোঝাই ওই মালগাড়িটির একটি বগির চাকা ভেঙে যায়। আর মুহূর্তের মধ্যে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। ঘটনাটি ঘটে বীরভূমের তারাপীঠ রোড স্টেশনের দাঙ্গাল রেলগেটের কাছে। সময়টা তখন সকাল ৯টা ৪৫ মিনিট। দুর্ঘটনায় আপাতত কোনো হতাহতের কোনও খবর মেলেনি। তবে চাঞ্চল্যকর পরিস্থিতি গোটা এলাকা জুড়ে।

জানা গিয়েছে এই রেল দুর্ঘটনার ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা করেছে মালগাড়ির চালক। কারণ যখনই মালগড়ির ওই চাকা গিয়েছিল ঠিক তখনই সময় নষ্ট না করে ট্রেনের চালক সঙ্গে সঙ্গে থামিয়ে দেয় মালগাড়িটি। তবে এই রেল দুর্ঘটনায় কারোর কোনো হতাহতের খবর না থাকলেও ওই এলাকায় ট্রেন দুর্যোগ নেমে এসেছে। বর্ধমান-রামপুরহাট আপ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয় এর ফলে। একাধিক এক্সপ্রেসও দাঁড়িয়ে পড়ে বীরভূম স্টেশনে। স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ব্যাহত ট্রেন পরিষেবা!

জানা গিয়েছে আজ সকাল ১০টার আগে থেকে এই ঘটনার জেরে বর্ধমান-রামপুরহাট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সমস্যায় পড়েছে এক্সপ্রেস ট্রেনগুলো। বীরভূম রেলস্টেশনে দাঁড়িয়ে রয়েছে হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস ইত্যাদি। এখন আপাতত রেল লাইন পরিষ্কারের কাজ চলছে। তবে জানা গিয়েছে শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হতে চলেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join