বিষ্ণুপুর-জয়রামবাটি রেল লাইন নিয়ে সুখবর, শীঘ্রই চলবে ট্রেন

Published on:

Bishnupur Jayrambati Railway Line

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলার পর্যটকদের জন্য ভারতীয় রেল এক অভাবনীয় উদ্যোগ নিতে চলেছে। এবার থেকে মা সারদা দেবীর পীঠস্থান জয়রামবাটি-বিষ্ণুপুর (Bishnupur Jayrambati Railway Line) যেতে আর কোনও ঝামেলা ঝক্কি পোহাতে হবে না পুণ্যার্থীদের। তাঁর কারণ তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসেবে ‘মাতৃমন্দিরের’ আদলে তৈরি হচ্ছে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার। অর্থাৎ এবার এক সুতোয় বাঁধতে চলেছে, বাঁকুড়া বিষ্ণুপুর জয়রামপুরবাটির মধ্যে যোগাযোগ ব্যবস্থা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নয়া চমক ভারতীয় রেলের

শিব রাত্রি বা শ্রাবণ মাস এছাড়াও অন্যান্য সময় গুলোতে তারকেশ্বর ধামে পুণ্যার্থীদের ভিড় যেন লেগেই থাকে। বাবা ভোলানাথের ধামে যেতে অন্যান্য এলাকার পুণ্যার্থীদের দর্শন করতে যতটা পথ অতিক্রম করতে হয় তার থেকে বেশি কষ্ট করতে হয় বাঁকুড়া বাসীদের। এমনকি জয়রামবাটি থেকে কলকাতা যাওয়ার জন্যেও বিষ্ণুপুর থেকে ট্রেন ধরতে হত। যার ফলে যাতায়াতে যেমন দীর্ঘ সময় লাগে ঠিক তেমনই খরচের পরিমাণও বেশি থাকে। তাই সবকিছু ভেবেই এবার ভারতীয় রেল এক নয়া সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই বিষ্ণুপুর-জয়রামবাটি রেলপথ নির্মাণ হতে চলেছে। যার অন্যতম লক্ষ্য হল বিষ্ণুপুরের সঙ্গে তারকেশ্বরকে সংযুক্ত করা।

এদিকে রেলের এই অসাধারণ উদ্যোগে খুশির আনন্দ ভেসে উঠেছে জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ স্বামী শিবুরুপানন্দ এর মুখে। তিনি জানিয়েছেন, ‘ষাট বছরের বেশী সময় ধরে এখানে আছি। কিন্তু এতদিন ধরে কোনো রকম ব্যবস্থা করা হয়নি। তবে সম্প্রতি জয়রামবাটির উপর রেল পথ চালু হওয়ার এই ব্যবস্থা শুরু হচ্ছে দেখে বেশ খুশি সকলে। খুব ভালো লাগছে।” এছাড়াও তিনি আরও বলেন যে, “রেলের এই নয়া উদ্যোগে আমাদের জমিও এই প্রকল্পের মধ্যে পড়েছিল। তা আমরা হাসিমুখে সরকারের হাতে তুলে দিয়েছি। এই কর্মকাণ্ডে একদিকে যেমন মাতৃমন্দিরে আসা পূণ্যার্থীদের বেশ সুবিধা হবে ঠিক তেমনই এলাকার অর্থনৈতিক চিত্রটাও বেশ পাল্টে যাবে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ শনির গোচরে ভাগ্যের দরজা খুলবে এই রাশির! রয়েছে লটারি প্রাপ্তির যোগও

কী বলছেন স্থানীয় বাসিন্দারা?

ভারতীয় রেলের এই নয়া উদ্যোগে বেশ খুশি স্থানীয় বাসিন্দারাও। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “ একটা সময় কলকাতা যাওয়ার জন্য বিষ্ণুপুরে গিয়ে ট্রেনে উঠতো হত সকলকে। তবে এখন আর সেই ঝঞ্ঝাট পোহাতে হবে না। জয়রামবাটি থেকেই সেই সুযোগ এখন মিলবে। তবে সেই সুবিধা শুধু আমরা একাই ভোগ করব না, কলকাতা থেকে আগত পূণ্যার্থীরাও বেশ সুবিধা ভোগ করবে।” জানা গিয়েছে খুব শীঘ্রই এবার বিষ্ণুপুর-জয়রামবাটি রেল চলাচল চালু হবে বলে জানা গিয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group