প্রথমবার গড়াল ট্রেনের চাকা, বিষ্ণুপুর তারকেশ্বের লাইনে বড় সাফল্য রেলের

Published on:

Bishnupur Tarkeshwar Rail Line

শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে এল সেই সুখবর যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন মানুষ। এমনিতে যত সময় এগোচ্ছে ততই নিত্য নতুন রেকর্ড গড়ছে ভারতীয় রেল। হাইস্পিড ট্রেন থেকে শুরু করে হাইস্পিড ট্র্যাক সহ অন্যান্য কাজ করে একপ্রকার তাক লাগিয়ে দিচ্ছে ভারতীয় রেল। কিন্তু বাংলা তথা দেশের বেশ কিছু অংশে এখনো অবধি এমন কিছু রেল প্রজেক্ট বাকি রয়েছে বা কাজ চলছে যেটার জন্য অপেক্ষা করছেন সাধারণ মানুষ। তেমনই একটি রেল প্রজেক্ট হল বিষ্ণুপুর-তারকেশ্বর লাইন (Bishnupur Tarkeshwar Rail Line)। এই লাইনের কাজ শুরু হয়েছে। কবে ট্রেন পরিষেবা শুরু হবে তা নিয়ে দিন গুনছেন সকলে। এবার এই লাইন নিয়ে প্রকাশ্যে এল কিছু ভিডিও, যা দেখে খুশি হয়ে গিয়েছেন সকলে। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি Indiahood.in।

বিষ্ণুপুর-তারকেশ্বর লাইন নিয়ে বড় আপডেট

ভাবাদিঘি নিয়ে জটিলতা যেন কাটতেই চাইছে না। বিগত এক দশক ধরে স্থানীয় বাসিন্দারা ভাবাদিঘির মধ্য দিয়ে রেললাইন নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। এই রেললাইন তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের অংশ। স্থানীয় বাসিন্দারা জলাশয়ের উপর দিয়ে রেললাইন নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা প্রায় ১৫০টি পরিবারের জীবিকার অবিচ্ছেদ্য অংশ। যাইহোক, এই দিঘি জটের মাঝেই এই রেল লাইন গড়ালো ট্রেনের চাকা।

এই তারকেশ্বর-বিষ্ণুপুর লাইনের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল জয়রামবাটি। আর এখানেই বসেছে নতুন রেল পথ যেটি কিনা তারকেশ্বরকে বিষ্ণুপুরের সঙ্গে জুড়ছে। আর এই রেল স্টেশনেই ছুটল ট্রেন। না তবে যাত্রীবাহী ট্রেন নয়, মালগাড়ি ছুটেছে। আর সেই ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

আরও পড়ুনঃ পাত্তা পাবেনা কুতুব মিনারও, হাওড়ায় তৈরি হচ্ছে সুবিশাল টাওয়ার! কোন জায়গায়?

নতুন রেললাইনে চাকা গড়াল ট্রেনের

সম্প্রতি এই রেল লাইনে পাথর বোঝাই মালগাড়ি আসে। এরপর সেটি জয়রামবাটি রেলওয়ে ষ্টেশনে পাথর খালি করে সোজা বড় গোপীনাথপুর ভায়া বিষ্ণুপুর উদ্যেশে রওনা দেয়। যদিও ভিডিওতে দেখা যাচ্ছে, রেল লাইনের অনেকটাই বাকি। বেশিরভাগ মানুষ বলছেন, অবশেষে ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জয়রামবাটি স্টেশনে প্রথম মালগাড়ি এল। কিন্তু আবার অনেকেই আশাবাদী যে সেদিন হয়তো খুব বেশি দূরে নয় যখন এই রেলপথে খুব শীঘ্রই যাত্রীবাহী ট্রেনও ছুটবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥