প্রীতি পোদ্দার, কলকাতা: ঝড় বৃষ্টির রোদ জলের মধ্যে এখনও বিকাশ ভবনের সামনে নিজেদের হকের দাবি আদায়ের জন্য অবস্থান-বিক্ষোভ করছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। গত মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি হারিয়েছেন। ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে পরিণত হয়েছে চাকরিহারাদের। কীভাবে কোন পথে গেলে নিজেদের দাবি পূরণ হবে বোঝা দায়। আর এই আবহেই ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শরণাপন্ন হলেন চাকরিহারারা।
বিজেপি সাংসদের বাড়িতে চাকরিহারারা
প্রথম থেকে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য চাইলে কমিটি তৈরি করে এই জটিল সমস্যার একটা সুরাহার পথ বের করতে পারেন। আর সেই পরিকল্পনা সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্য সেই প্রস্তাব মানেনি। বরং বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষকদের লাঠিপেটা করেছে রাজ্য পুলিশ। বহু মানুষ আক্রান্ত হয়েছে বিক্ষোভ মিছিলে। আর এই পরিস্থিতিতে রাজ্যের সঙ্গে বিজেপি সাংসদের সম্পর্কের পরিণতি আরও খারাপ হয়। তবে থেমে থাকেনি চাকরিহারারা। মামলায় আলোর সন্ধান পেতে ফের ছুটল বিজেপি সাংসদের বাড়িতে।
সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখার পরামর্শ
সূত্রের খবর, আজ অর্থাৎ রবিবার, চাকরিহারারা তাঁদের আন্দোলন কোন পথে নিয়ে যাবে এবং OMR শিটের মিরর ইমেজ থেকে কীভাবে যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব, যাবতীয় আইনি পরামর্শ নিতে তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
তাঁদের তরফে সমস্ত মতামত শোনার পর তিনি জানান “সবটাই সুপ্রিম কোর্টের হাতে। শীর্ষ আদালত যদি মনে করে রিভিউ করবে তাহলে করতে পারে, আবার নাও করতে পারে। তবে যোগ্য চাকরিহারাদের বুঝিয়ে বলতে হবে যে তাঁদের কোনও দোষ নেই। তাহলেই সুপ্রিম কোর্ট হয়ত ভাবতে পারেন।”
আরও পড়ুন: ভোটে দাঁড়াবেন BSF জওয়ান পূর্ণম কুমারের স্ত্রী! কোন দলের হয়ে? নিজেই জানালেন রজনী
এদিকে গতকাল অর্থাৎ শনিবার সকালে আন্দোলনরত চাকরিহারাদের একাংশ দেখা করতে গেছিলেন আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। সেখানে গিয়েও রীতিমত আশাহত হন চাকরিহারাদের একাংশ। কোনো রাখ ঢাক না করেই তিনি চাকরিহারাদের স্পষ্ট জানিয়ে দেন, ”আপনারা কেউ চাকরি ফিরে পাবেন না। আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে, তাই তার জন্য তৈরি হন।”
পাশাপাশি রাজ্য সরকারকে নিশানা করে বিকাশবাবুর সাফ কথা, “সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে। রিভিউ পিটিশন করেও কোনও লাভ হবে না।” অর্থাৎ চাকরিহারাদের ভবিষ্যৎ যে অনিশ্চিত তা দুই আইনজীবীর মুখেই স্পষ্ট।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।