নির্বাচনের আগেই রাজ্যে শুরু BLO ডিউটি বিতর্ক! মামলা হাইকোর্টে

Published on:

BLO Case

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের জেরে ভোটার তালিকা নিয়ে এক নয়া ইস্যু তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। বিহারে SIR এর মাঝেই বাংলাতেও চরম কৌতূহল তৈরি হয়েছে বাংলায়। এখানেও বিহারের আদতে এমনটা হবে কিনা, তা নিয়ে চলছে চর্চা। আর এই আবহে প্রাথমিক শিক্ষকদের BLO ডিউটি বিতর্ক নিল এক নয়া মোড়। বিতর্কের জল শেষ অবধি গড়াল হাইকোর্টে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নিয়ম লঙ্ঘন করে BLO নিয়োগ

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, সাধারণত নির্বাচন কমিশনের নিয়মে, ভোটার তালিকা সংশোধন এবং নতুন ভোটারদের নাম তোলার জন্য বুথ লেভেল অফিসার বা BLO নিয়োগ করা হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জেলায়, নিয়ম বহির্ভূতভাবে বা লঙ্ঘন করে মূলত প্রাথমিক শিক্ষকদের এই কাজে নিয়োগ করা হচ্ছে। ২০২২ সালের নির্দেশিকা অনুযায়ী, খুব কম সংখ্যক শিক্ষাকর্মী প্রয়োজনে নির্বাচনী কাজে নিয়োগ করা যেতে পারে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ১০০ জন BLO-র মধ্যে ৮০-৯০ জনই প্রাথমিক শিক্ষক। যার ফলে স্কুলের পঠন-পাঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপানো হচ্ছে।

হাইকোর্টে উঠল BLO ডিউটি বিতর্ক

এদিকে স্কুলের নিয়মিত কাজের পাশাপাশি BLO-র ডিউটির মতো একটি গুরুত্বপূর্ণ এবং সময়সাপেক্ষ কাজ করতে গেলেও শিক্ষকদের আশানুরূপ পারিশ্রমিক বা ভাতা দেওয়া হচ্ছে না তার উপর ছুটির দিনেও তাদের এই কাজ করতে হচ্ছে, যার ফলে শিক্ষকদের উপর অতিরিক্ত মানসিক এবং শারীরিক চাপ সৃষ্টি করছে। তাই এবার এইসকল অভিযোগের ভিত্তিতে প্রাথমিক শিক্ষকদের তরফ থেকে প্রায় ৫০ জন শিক্ষক কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে গতকাল অর্থাৎ ২৮ জুলাই। মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তাঁদের এমন দায়িত্ব দিতে চাইছে, যা আইনসম্মত নয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কবে হবে মামলার শুনানি?

গতকাল অর্থাৎ সোমবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিকভাবে মামলার বিষয়টি গ্রহণ করেছেন। জানা গিয়েছে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে মামলাকারীদের তরফ থেকে। আগামী সোমবার অর্থাৎ ৪ আগস্ট, এই মামলার শুনানি হতে পারে বলে আদালতের তরফে জানানো হয়েছে। এদিকে এই মামলার নিরিখে আইনজীবীদের মতামত, মামলাকারীরা এখন থেকেযদি চায় তাহলে BLO ডিউটি গ্রহণ করতে অস্বীকার করতে পারেন এবং আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে পারেন।

আরও পড়ুন: ‘আপনারা রাজ্য সরকারের চাকরি করেন, হেনস্থা করবেন না!’ BLO-দের বুঝিয়ে দিলেন মমতা

এছাড়াও আইনজীবীরা জানিয়েছেন যেসকল প্রাথমিক শিক্ষক এখনও এই মামলায় যোগ দেননি, তারাও একটি CAN অ্যাপ্লিকেশন ফাইল করে এই মামলায় অন্তর্ভুক্ত হতে পারেন এবং একই সুবিধা পেতে পারেন। যদিও বা এই মামলায় অনেকটাই আশা নিয়ে রয়েছে শিক্ষকমহল। আদালতের হস্তক্ষেপে এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলেও জানা গিয়েছে। এবং তারা নিজেদের মূল কাজ, অর্থাৎ ছাত্র-ছাত্রীদের পড়ানোর কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন বলেও জানা গিয়েছে। তাই সকলেরই নজর মামলার শুনানির দিকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group