যশোর রোডের ধারে জঙ্গলে পড়ে যুবতীর রক্তাক্ত দেহ ! দশমীতে চাঞ্চল্য অশোকনগরে

Published:

Ashoknagar
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: দশমীর সকালে ঘটলো এক ভয়ংকর কাণ্ড! সাত সকালে রাস্তার ধার থেকে উদ্ধার করা হলো ক্ষতবিক্ষত এক যুবতীর দেহ। কোনও  পরিচয় জানা যায়নি ওই মৃতার। ঘটনাটি ঘটেছে অশোকনগর (Ashoknagar) এলাকায়। ঘটনা সম্পর্কে পুলিশে জানানো হলে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় মৃতদেহটি। এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ঘটনাটি কী?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ বৃহস্পতিবার সাতসকালে অশোকনগর পাঁচ নম্বর মোড় এলাকায় যশোর রোডের পাশে হঠাৎ স্থানীয়দের নজরে পড়ে এক অদ্ভুত দৃশ্য। একটি ঝোপের মধ্যে পড়ে রয়েছে এক যুবতীর দেহ। তড়িঘড়ি সময় নষ্ট না করে তাঁরা খবর দেন অশোকনগর থানায়। কিন্তু এখনও পর্যন্ত ওই যুবতীর কোনো পরিচয় পাওয়া যায়নি। যার দরুন বোঝা যাচ্ছে না ওই এলাকায় কীভাবে এলেন তিনি? এছাড়াও মৃত্যুর কারণ শুধুই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে সব নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?

সাতসকালে যুবতীকে উদ্ধার করার পর অশোকনগর পাঁচ নম্বর মোড় এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দা শিপ্রা দে জানাচ্ছেন, “সকাল সাড়ে ৬টা নাগাদ এক মহিলা প্রথমে যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন। চিৎকার শুনে সবাই আসি। দেখি শরীর ক্ষতবিক্ষত। মাথায় চোট লেগেছে। দেখে চেনার উপায় নেই। কী কারণে মৃত্যু বোঝা যাচ্ছে না।” এদিকে পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরে এই ঘটনা। তবে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: মুরগি চুরি করতে গিয়ে কুলতুলিতে ৬০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ!

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ নবমীর দুপুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে সোনামুড়ার বড়দোয়াল গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় একটি জঙ্গলাকীর্ণ স্থানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু এখনও মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি হয়তো বাইরের কেউ, কারণ তাঁকে আগে কখনও এলাকায় দেখা যায়নি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join