শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই হু হু করে জনপ্রিয়তা বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের। এই ট্রেন এক কথায় সকলের ট্রেন যাত্রার অনুভূতিকে এক আলাদা পর্যায়ে নিয়ে চলে গিয়েছে। বর্তমান সময়ে এই ট্রেন হল ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন। আগামী দিনে আবার বন্দে ভারত স্লিপার ট্রেন থেকে শুরু করে বুলেট ট্রেন আসতে চলেছে ভারতে। কিন্তু এসবের মাঝেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে প্রকাশ্যে এল চমকে দেওয়ার মতো খবর। রেলের তরফে আচমকাই এই ট্রেনের বগি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাও কিনা আবার হাওড়া ডিভিশনে। এবার আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটের ট্রেনের বগি সংখ্যা কমানো হচ্ছে? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
কমছে বন্দে ভারতের বগি সংখ্যা
বর্তমানে হাওড়া থেকে NJP, হাওড়া-পুরী, হাওড়া-গয়া, হাওড়া-পটনা রুটে বন্দে ভারত ট্রেন ছুটছে। তবে এবার জানা যাচ্ছে, চালু হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই হাওড়া-গয়া রুটের ট্রেনের বগি সংখ্যা কমানো হচ্ছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
এই ট্রেনটি হাওড়া থেকে সপ্তাহে ছয়দিন গয়ার উদ্দেশ্যে রওনা দেয় সকাল ৬:৪৫ মিনিটে। এরপর সেটি গয়ায় গিয়ে পৌছায় দুপুর ১২:৩০ মিনিটে। যাত্রাকালে এই ট্রেনটি মোট ৭টি স্টেশনে দাঁড়ায়। দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল তারপর ধানবাদ, পরেশনাথ, কোডারমার মতো কিছু বিখ্যাত জায়গায় দাঁড়ায়। এহেন অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি এই ট্রেন আশানুরূপ ফল দিচ্ছে না? এই নিয়ে জবাব দিল রেল।
জবাব দিল রেল
রেল সূত্রে খবর, ১৬ বগির জায়গায় এবার ৮ বগিতে চলবে ট্রেনটি। মূলত ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উদ্বোধন হওয়ার পর থেকেই আশানুরূপ যাত্রী হচ্ছিল না ট্রেনটিতে। যে কারণে বগি কমানো হচ্ছে। নির্ধারিত সংখ্যার যাত্রী না হলেই এমনটা করা হয়। এই বগিগুলি অন্যত্র কাজে লাগানো হবে বলে জানিয়েছে রেল। তবে দীর্ঘদিন এই ট্রেনে যাত্রী কমতে থাকলে, ট্রেনটি বন্ধ হওয়ারও আশঙ্কা রয়েছে।