প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল মুর্শিদাবাদ (Murshidabad)। অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল বড়সর দুর্ঘটনা ঘটে গেল দেবীদাসপুর গ্রামে। ভরা পড়ুয়াদের কোচিং সেন্টারকে লক্ষ্য করেই বোমাবাজির অভিযোগ উঠল। ফিরে এল সেই পুরোনো আতঙ্ক। একজন কিশোর একজন কিশোরী আক্রান্ত হয়েছে এই ঘটনায়। তদন্তে নামল পুলিশ।
ঘটনাটি কী?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো আজ সকালে তিনপাকুড়িয়া দেবীদাসপুর গ্রামে এক কোচিং সেন্টারে বাচ্চারা পড়তে এসেছিল। হঠাৎই কোচিং সেন্টারের সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। জানা যায় কয়েকজন গিয়ে কোচিং সেন্টারের দরজার সামনে বোমা ছোড়ে। তীব্র আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। আর সেই বোমার স্প্রিংটার এসে লাগে এক কিশোর এবং কিশোরী পড়ুয়াদের উপর। তাতে তারা ঘাবড়ে যায় এবং চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে ওই দুই পড়ুয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
বোমার আতঙ্ক তৈরি হল এলাকায়
কোচিং সেন্টারের এক শিক্ষক পুলিশকে জানান, কোচিংয়ের পিছনে একটি বাড়িতে অশান্তি চলছিল। ভাঙচুরও চলে। তারপরে হঠাৎ করে একদল দুষ্কৃতী এসে কোচিং সেন্টার বোমা ছোড়ে। কেন এমন করল? কারা করল? সেটা বোঝা যায়নি। অন্যদিকে অভিভাবকরা জানান, বেশ কয়েকজন গিয়ে কোচিং সেন্টারের দরজার সামনেই বোমা ছোড়ে বলে অভিযোগ। সেই সময় কোচিং সেন্টার থাকা দুই কিশোর কিশোরী আক্রান্ত হয়। বোমার আতঙ্কে গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। তদন্তে নেমেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে যুদ্ধের আগেই ভয়? কেঁদে ভাসালেন পাক সেনা! ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, কিছুদিন আগে ওয়াকফ বিল প্রত্যাহারকে ঘিরে নানা বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় মারাত্মকভাবে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। একাধিক বাড়িতে চলে বেপরোয়া ভাঙচুর, লুঠপাঠ। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। শুধু সামসেরগঞ্জ নয়, ওয়াকফ আইনের প্রতিবাদ শুরু হয় মুর্শিদাবাদের ধূলিয়ান, সুতি-সহ একাধিক এলাকায়। মোতায়েন করা হয়ে কেন্দ্রীয় বাহিনী। যদিও পরিস্থিতি কিছুটা আয়ত্তে এসেছে। কিন্তু তারই মধ্যে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।