প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে খানিক স্বস্তি পড়ুয়াদের। কলেজে ভর্তির প্রক্রিয়া (WB College Admission) নিয়ে এবার বড় আপডেট দিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে সবটাই খোলসা করে জানালেন শিক্ষামন্ত্রী। প্রায় এক মাস আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলেও এখনও ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়ায় অনেকেই রাজ্যের বাইরের কলেজে চলে যাচ্ছেন। যা নিয়ে চিন্তিত গোটা শিক্ষা মহল।
এখনও খোলেনি ভর্তির অনলাইন পোর্টাল!
গত ৭ মে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু OBC সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণে এখনও কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারেনি। এদিকে ফলাফল বেরোনোর ১ মাস অতিক্রম হয়ে গেলেও এখনও কলেজগুলিতে পড়ুয়ারা ভর্তি হতে না পারায় ছাত্রছাত্রী, অভিভাবকদের মধ্যে বেড়ে গিয়েছে দুশ্চিন্তা। আর এই নিয়ে আজ, মঙ্গলবার কলেজে ভর্তি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। আর তার উত্তরে কলেজে ভর্তি নিয়ে এবার বড় আশা দিলেন তিনি।
কী বলছেন শিক্ষামন্ত্রী?
সূত্রের খবর, আজ বিধানসভায় গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক কলেজে পড়ুয়াদের ভর্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে। সেই সময় এই প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু জানান, “গত বছর ১৯ জুন শুরু হয়েছিল কলেজে ভর্তির প্রক্রিয়া। তাই ভর্তি প্রক্রিয়ায় কোনো দেরি হবে না। এবছরও তার আগেই অনলাইনে ভর্তির পোর্টাল খুলে যাবে বলে আশা করা যাচ্ছে।” এদিকে চলতি মাসের প্রথমদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে OBC সংরক্ষণ বিল পাশ হওয়ায় কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনেকটা এগিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: “ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ নয়”, OBC ইস্যুতে বিধানসভায় স্পষ্ট মন্তব্য মুখ্যমন্ত্রীর
খানিক স্বস্তি পড়ুয়াদের
এদিন বিজেপি বিধায়কের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু আরও বলেন যে, “কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হয়ে যাবে। UGC-র যে গাইডলাইন আছে, সেটা মেনেই সবটা করা হচ্ছে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। পোর্টালগুলো রেডি হয়ে গিয়েছে। এবার শুধু সেটা চালু করার পালা। আমরা সবটাই সময় মেপে করছি। পড়ুয়াদের এক্ষেত্রে কোনো ক্ষতি হবে না।” বিধানসভায় তাঁর এই মন্তব্যে স্বস্তির নিঃশ্বাস ফেলল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।