DA দাবির মধ্যে শিক্ষকদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ করল পশ্চিমবঙ্গ সরকার? জানালেন ব্রাত্য বসু

Published on:

bratya basu on teachers' retirement age

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সম্প্রতি জানা গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়াতে পারে। জানা গিয়েছিল এক ধাক্কায় রিটায়ারমেন্টের বয়স ৬০ বছর থেকে বেড়ে ৬৫ বছর করা হতে পারে। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি হয়। তবে কি সত্যিই ৫ বছর বাড়ছে কর্মজীবন? এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভাইরাল রাজ্য সরকারের ভুয়ো বিজ্ঞপ্তি

শনিবার নেটমাধ্যমে ছড়িয়ে পড়া এক বিজ্ঞপ্তির জেরেই এই সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়ানোর খবর রটে যায়। সেখানে দাবি করা হয়েছিল রাজ্যের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল শিক্ষকদের অবসর ৫ বছর বাড়িয়ে ৬০ থেকে ৬৫ বছর করে দেওয়া হচ্ছে। এমন একটা বিজ্ঞপ্তি ভাইরাল হতে সময় লাগেনি। এরপরেই শুরু হয়ে তুমুল আলোচনা।

৫ বছর বাড়ছে রাজ্যের শিক্ষকদের অবসরের বয়স?

সোশ্যাল মিডিয়াতে একটি বিজ্ঞপ্তি জারি হয়। সেখানেই জানানো হয় বয়স বৃদ্ধির কথা। তবে এই সংবাদ ভুয়ো বলেই জানিয়ে দিলেন ব্রাত্য বসু। এদিন তিনি জানান, ‘গতকাল রাত থেকে যে খবর প্রচারিত হচ্ছে যে রাজ্য  সরকার শিক্ষকদের অবসরের বয়স শিমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সেটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিমূলক। এই ধরণের খবর সমাজমাধ্যমে না ছড়ানোর আবেদন জানাচ্ছি’।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তাই কিছু সময়ের জন্য বিভ্রান্তির সৃষ্টি হলেও শিক্ষামন্ত্রীর মন্তব্যের পর আপাতত সবটা পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকার এই প্রসঙ্গে জানান, ‘শিক্ষকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করার ভুয়া নোটিশ সবাই ভাইরাল করেছেন। এভাবে হয় নাকি?’

প্রসঙ্গত, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য কর্মচারীরা এখনও মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় আছেন। কেন্দ্র যেখানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৩% ডিএ দিচ্ছে সেখানে রাজ্যের কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% ডিএ পাচ্ছেন। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের বকেয়া DA মামলার শুনানি রয়েছে। এখন অপেক্ষা সেই মামলার রায় ঘোষণার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group