স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া নিয়ে বড় আপডেট! বিজ্ঞপ্তি জারির দিনক্ষণ জানালেন শিক্ষামন্ত্রী

Published on:

UG Admission 2025

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৭ মে ২০২৫ এর উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল। আর সেই পরীক্ষার ফলাফল গতবারের তুলনায় আরও অনেক বেশি ভালো হয়েছে। গতবারের যেখানে পাশের হার ছিল ৯০ শতাংশ, চলতি বছর সেই পাশের হার দাঁড়িয়েছে ৯০.৭৯ শতাংশ। সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে এসেছে ছাত্রেরা। এদিকে পরীক্ষার ফলাফল প্রকাশের প্রায় এক মাস পূর্ণ হতে চলেছে, কিন্তু এখন‌ও স্নাতক স্তরে (UG Admission 2025) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি উচ্চ শিক্ষা দফতর। যার ফলে চিন্তিত পড়ুয়ারা।

ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি শিক্ষা দফতর

জানা গিয়েছে, ২০২৪-‘২৫ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে পড়ুয়া ভর্তি হওয়ার প্রক্রিয়া। আর এই নয়া ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা সংসদ। এদিকে এই অভিন্ন কেন্দ্রীয় অনলাইন পোর্টালে গিয়ে একজন পড়ুয়া সর্বাধিক ২৫টি আবেদন করতে পারবেন। ভর্তি ফি-ও জমা দিতে হবে উচ্চশিক্ষা সংসদ নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই। কিন্তু এখন‌ও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি উচ্চ শিক্ষা দফতর।

কী বললেন ব্রাত্য বসু?

প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে চলতি বছর স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়ার (UG Admission 2025) বিজ্ঞপ্তি আটকে গিয়েছিল ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতার কারণ নিয়ে। এবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি জানালেন, “আর দেরি নয়, শীঘ্রই শুরু হতে চলেছে ভর্তির প্রক্রিয়া। গত বছর ১৯ জুন ভর্তির পোর্টাল‌ খুলেছিল। এ বার তার আগেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এক সপ্তাহের মধ্যেই জরুরি বিজ্ঞপ্তি জারি করা হবে।”

আরও পড়ুন: মন্ত্রিসভার বৈঠকে মিলল বড় ছাড়! রাজ্যে তৈরি হতে চলেছে ফারাক্কা মহকুমা

উল্লেখ্য গত ৩০ মে, ২০১৬ সালের চাকরিহারাদের নিয়োগের পরীক্ষার নতুন বিধি প্রকাশ করেছে এসএসসি। নতুন পরীক্ষাবিধিতে নানা বদল আনা হয়েছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জিজ্ঞাসা করা হলে এই বিষয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ‘‘এসএসসি নিয়ে বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন। আইন মেনেই নিয়োগ হবে। যা নিয়ম রয়েছে, তা মেনেই হবে।’’ এদিকে স্কুল সার্ভিস কমিশনের নতুন এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে গতকালই মামলা ওঠে কলকাতা হাই কোর্টে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

সঙ্গে থাকুন ➥