প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বাজারে বাড়বে চিকেনের চাহিদা! শুধু তাই নয়, চাহিদা বৃদ্ধির পাশাপাশি কলকাতা সহ বিভিন্ন জেলায় হুড়মুড়িয়ে বাড়বে মুরগির দাম! এমনটাই হুঁশিয়ারি দিলেন মুরগি ব্যবসায়ীরা। অভিযোগের তীর পরিবহণ দফতরের দিকে। অন্যায়ভাবে মোটা অঙ্কের টাকা জরিমানা দিনের পর দিন নেওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। যার জেরে এবার আন্দোলনের হুঁশিয়ারি তাঁদের।
ঘটনাটি কী?
সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, ঝাড়গ্রাম জেলা থেকে ব্রয়লার মুরগি-বোঝাই গাড়ি নিয়মিত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের কাছে পৌঁছে যায়। কিন্তু সেক্ষেত্রে ব্যবসায়ীদের অভিযোগ, এই গাড়ি নিয়ে যাওয়ার সময়ে ঝাড়গ্রাম জেলার পরিবহণ দফতর তাঁদের মোটা অঙ্কের জরিমানা করে! প্রতিবার এইভাবে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে গিয়েও পকেটে বেশ টান পড়ছে ব্যবসায়ীদের। এমনকি বিভিন্ন সময়ে তাঁদের হয়রানির স্বীকারও হতে হচ্ছে। যদি কোনো ক্ষেত্রে জরিমানা না দেওয়া হয় তখন মুরগি বোঝাই গাড়ি আটকে রাখা হচ্ছে। যার ফলে বহু মুরগি মারা যাচ্ছে বলেও দাবি ব্যবসায়ীদের।
পরিবহণ দফতরে অভিযোগ দায়ের
দিনের পর দিন ব্রয়লার মুরগি বোঝাই গাড়ি আটকে রাখায় ব্যবসায়ীদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। তাই এবার নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলার ব্যবসায়ীরা ঝাড়গ্রাম পরিবহণ দফতরে গিয়ে তাঁদের সমস্যার কথা জানান। এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের গৌতম সরকার ও হুগলির জেলার বয়লার মুরগি ব্যবসায়ী শেক মইনুর আলমরা জানিয়েছেন যে, “আজ আমরা ঝাড়গ্রাম RTO অফিসারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। যখন তখন অকারণে কেস দেওয়ার পাশাপাশি জরিমানার টাকা হাতানো হচ্ছে। যার জেরে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
আরও পড়ুন: বদলে যাবে শান্তিপুর স্টেশনের নাম! রেলমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠালেন সাংসদ
মুরগি ব্যবসায়ী শেক মইনুর আলমরা তাঁর মন্তব্যের মধ্যে আবার হুঁশিয়ারিও দেখা গিয়েছে। তিনি জানিয়েছেন যে, “আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি। যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা আগামীদিনে গাড়ি বন্ধ করে বৃহত্তর আন্দোলন করব।” এদিকে ব্যবসায়ীদের আন্দোলনের জেরে আগামী দিনে ঝাড়গ্রাম থেকে কলকাতা-সহ অন্যান্য জেলায় ব্রয়লার মুরগি পাঠানো বন্ধ করে দেওয়া হবে। যার ফলে হুড়মুড়িয়ে বাড়তে পারে চিকেনের দাম।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |