প্রীতি পোদ্দার, কলকাতা: ওপার বাংলার চারিদিকে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর চলছে অসহনীয় নির্যাতন। হিংসার আগুন যেন কিছুতেই নিভছে না। তার উপর আবার এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ক্রমেই বেড়ে চলেছে। যার মধ্যে অনেকেই নিজের প্রাণ বাঁচাতে প্রবেশ করছে বাংলায়। তো আবার অনেকেই বাংলা ধ্বংস করার উদ্দেশ্যে বেআইনিভাবে প্রবেশ করছে বাংলাদেশী জঙ্গিরা। ইতিমধ্যে একইসঙ্গে বেশ কয়কজন জঙ্গি ধরা পড়েছে। এবার এসব দেখে ভারত এবং বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় উদ্বেগ প্রকাশ করলেন বিএসএফের (Border Security Force) ডিজি। তাই এবার বাংলার তিন জেলায় বাড়তি জওয়ান মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করতে চলেছে ডিজি।
সেনা মোতায়েন করা হবে দক্ষিণবঙ্গের ৩ জেলায়!
সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন BSF-র ডিজি। সেখানেই তিনি সিদ্ধান্ত নেন, নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদ এই তিন সীমান্তকে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলতে হবে। এমনকী সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে গোয়েন্দাদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে। তাই ইতিমধ্যেই মণিপুর থেকে ২২–২৪ কোম্পানি বিএসএফ এর দলকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলার জন্য। অন্যদিকে সীমান্তের গঠন নিয়ে BSF এর ডিজি বলেন, ‘যেখানে কাঁটাতার নেই সেখানে বেড়া দেওয়া হচ্ছে। যেখানে বেড়া নেই সেখানে অনুপ্রবেশ হচ্ছে, এই তথ্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ওখানে আমাদের টহলদাবি বাড়ানো হয়েছে।”
সীমান্তে টহলদারি নিয়ে কড়া পদক্ষেপ
এছাড়াও তিনি আরও বলেন, “ সীমান্তে সারাক্ষণ CCTV অ্যাকটিভ থাকে এবং রাতে ফ্লাড লাইট জ্বালানো থাকে। আমাদের সীমান্তের একদিকে BSF অন্যদিকে BGB। দুই বাহিনীর সঙ্গে ভাল যোগাযোগ আছে। আমাদের সব সময়ে চেষ্টা থাকে যাতে কোনও অনুপ্রবেশ যেন না ঘটে।’ সীমান্তে টহলদারি নিয়ে বারংবার প্রশ্ন ওঠার আসল কারণ হল সম্প্রতি পশ্চিমবঙ্গ এবং অসম সহ অনেক রাজ্যে বেশ কয়েকজন জঙ্গি ধরা পড়েছে। যারা এই রাজ্যে তথা দেশে নাশকতার ছক কষেছিল বলে অভিযোগ। যার মধ্যে একজন জঙ্গি নাকি এখান থেকে বাংলাদেশে পালানোর ছক কষেছিল। যদিও তাকে গ্রেফতার করা হয়েছে।