রূপনারায়ণপুরে বড় টাউনশিপ থেকে ট্রেনিং স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় গড়তে উদ্যোগী BSF

Published on:

rupnarayanpur

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার পশ্চিম বর্ধমানের বুকে বড় কিছু করতে চলেছে BSF। সম্প্রতি বিএসএফ-এর বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন। আর এর জন্য তাঁরা পাড়ি দিয়েছিলেন পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার রূপনারায়ণপুরে (Rupnarayanpur)। জানা গিয়েছে, গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বিএসএফের ইলেভেন ব্যাটেলিয়ানের কয়েকজন সদস্য হিন্দুস্তান কেবলসে এসে পৌঁছান। তারা রূপনারায়ণপুর ইউনিটের আধিকারিক আর এন ওঝার সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলেন এবং জমির বিষয়ে খোঁজখবর নেন। এখন নিশ্চয়ই ভাবছেন বিএসএফ জমি কেন খুঁজছে বা খোঁজখবর নিচ্ছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

বাংলায় জমি খুঁজছে BSF

সূত্রের খবর, বর্ডার সিকিউরিটি ফোর্স রূপনারায়ণপুরের বেশ কিছু জমিতে তাদের একটি বড়সড় ইউনিট গড়ে তুলতে আগ্রহী। যার মধ্যে ফায়ারিং রেঞ্জ, ট্রেনিং গ্রাউন্ড, ট্রেনিং স্কুল থেকে শুরু করে নিজস্ব বাজার, কেন্দ্রীয় বিদ্যালয় সহ বৃহদাকারের একটি টাউনশিপ থাকবে। তবে বিএসএফের ইউনিটটি সম্পূর্ণ বাউন্ডারি ঘেরা জায়গার ভেতর হতে হবে। সেই হিসেবে প্রায় ৩০০ একর জমি তারা একলপ্তে লোয়ার কেশিয়ার শেষে জিতপুর সংলগ্ন অজয় নদ ঘেঁষা জায়গায় পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

‌এই উদ্যোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেতে দ্রুত কার্যকরী হবে বলেই সংশ্লিষ্ট মহল মনে করছে। ১৫ সেপ্টেম্বর মুর্শিদাবাদের বহরমপুর থেকে বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট চন্দন কুমার সিং, এসএম লক্ষণচন্দ্র সাহা এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার শ্রী মুকুল সরাসরি গাড়িতে হিন্দুস্তান কেবলসে এসে পৌঁছান। এই পরিদর্শনের ফলে হিন্দুস্তান কেবলসে আপাতত আধা সামরিক বাহিনীর চারটি ইউনিটের নিজস্ব ব্যবস্থা গড়ে ওঠার প্রবল সম্ভাবনা তৈরি হল।

আসরে স্বরাষ্ট্র মন্ত্রক

সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি এবং বিএসএফ হিন্দুস্তান কেবলসের পড়ে থাকা জমি এবং কারখানা কোয়ার্টার্স ইত্যাদি এলাকা নিজের নিজের ইউনিটের প্রয়োজন মত আয়ত্তে নেবে বলে মনে করা হচ্ছে। ‌ ইতিমধ্যেই এখানকার জমির যাবতীয় খুঁটিনাটি হিন্দুস্তান কেবলস কর্তৃপক্ষের মাধ্যমে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৌঁছে গেছে বলে জানা গেছে। ‌ পরিদর্শনকারী দলগুলি এখানকার জমি জলাশয় জঙ্গল নিজেদের চোখে দেখে সেইসব নথির সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। মনে করা হচ্ছে, চলতি বছরেই কাজ শুরু হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥