দেবপ্রসাদ মুখার্জী: আন্তর্জাতিক সীমান্ত রক্ষার পাশাপাশি এবার দেশের সীমারক্ষী জওয়ানরা জনকল্যাণমূলক উদ্যোগ নিলেন। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে, বর্ডার সিকিউরিটি ফোর্স সেখানকার স্থানীয় মহিলাদের জন্য টিন-শেড বাথরুম এবং উন্মুক্ত জিম নির্মাণ করলো। একেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশে, সীমান্তবর্তী মানুষের সঙ্গে BSF-এর সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে সীমারক্ষী জওয়ানরা।
BSF-এর ৩২তম ব্যাটালিয়নের উদ্যোগে গেদে, কাদিপুর এবং টুঙ্গি সীমান্তে এই জিম ও বাথরুম তৈরি হয়েছে। মহিলাদের জন্য নির্মিত স্নানঘরগুলির ন দেওয়া হয়েছে ‘নারী সম্মান স্নানঘর’। এছাড়াও, সীমান্তবর্তী মানুষের শারীরিক সুস্থতা ও শরীরচর্চার জন্য উন্মুক্ত জিম স্থাপন করা হয়েছে। সেখানে বিভিন্ন বয়সী মানুষ শরীরচর্চা করতে পারবেন।
মহিলাদের সম্মান রক্ষায় BSF-এর নয়া উদ্যোগ
সীমান্তের মহিলাদের ব্যক্তিগত গোপনীয়তার অভাব ও স্নানের অসুবিধা সম্পর্কে জেনে BSF এই বাথরুমগুলি নির্মাণের উদ্যোগ নেয়। স্থানীয় মহিলারা এখন তাদের প্রতিদিনের স্নান কাজের জন্য এই টিন-শেড বাথরুমগুলো ব্যবহার করতে পারছেন। এটি তাদের সম্মান ও গোপনীয়তা রক্ষা করছে। এছাড়া, বিভিন্ন ধরনের শরীরচর্চার সরঞ্জাম সহ এই উন্মুক্ত জিমগুলো স্থানীয় মানুষদের জন্য সর্বদা উন্মুক্ত রাখা হয়েছে।
সীমান্ত এলাকার উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ গৃহ মন্ত্রক
BSF-এর এই উদ্যোগ সীমান্তবর্তী মানুষের সঙ্গে সম্পর্ক উন্নত করার পাশাপাশি তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই সীমান্তবর্তী এলাকাগুলিকে ভারতের প্রথম গ্রাম হিসেবে উল্লেখ করেছেন, যেখানে উন্নয়নমূলক উদ্যোগগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। BSF-এর এই কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে।