১১৬৬ কোটি বিনিয়োগ! 4G চালু হতেই পশ্চিমবঙ্গের জন্য BSNL-র বিরাট উদ্যোগ

Published:

BSNL
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার মুকুটে নয়া পালক! ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL এবার দেশীয় প্রযুক্তিতেই নির্মিত 4G পরিষেবার উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যে নতুন অধ্যায় শুরু হল। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী BSNL এর 4G পরিষেবা চালু করার পাশাপাশি দেশ জুড়ে 97,500-র বেশি টাওয়ার কমিশন করেছেন। আর এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই 1166 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

কলকাতায় BSNL-র নয়া দিগন্ত

কমিউনিকেশন টুডের রিপোর্ট বলছে, কলকাতায় মোট 1596টি BSNL এর 4G টাওয়ার চালু করা হয়েছে। আর এর জন্য আনুমানিক 384 কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়া কলকাতা ছাড়া বাকি 23টি জেলায় 2148টি টাওয়ার বসানো হয়েছে, যার জন্য মোট 782 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। অফিসিয়াল সূত্র মারফৎ খবর, এর ফলে শহর থেকে গ্রাম, প্রতিটি অঞ্চলেই এবার দ্রুতগতির BSNL-এর ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে।

রাজস্বেও বিরাট উত্থান

উল্লেখ্য, 2024-25 অর্থবর্ষে কলকাতা টেলিফোনস সার্কেলে প্রায় 484 টাকার রাজস্ব আয় করেছে। আর এর মধ্যে মোবাইল পরিষেবা থেকে 190 কোটি টাকা এসেছে। সবথেকে বড় ব্যাপার, দীর্ঘদিন লোকসানে থাকা এই সংস্থা এখন 96 শতাংশ EBIDTA পজেটিভ। সেই সূত্র ধরে, পশ্চিমবঙ্গ টেলিকম সার্কেলেও 482 কোটি টাকা রাজস্ব আয় করেছে। আর এর মধ্যে 183 কোটি টাকা মোবাইল পরিষেবা থেকেই এসেছে। এখানেও সংস্থার EBIDTA মোটামুটি পজেটিভ রয়েছে। এদিকে গত এক বছরে BSNL এর গ্রাহক সংখ্যা বেড়েছে 9 কোটি, যার মধ্যে 1 কোটির বেশি নতুন গ্রাহক শুধুমাত্র 4G পরিষেবার মাধ্যমেই যুক্ত হয়েছে। আর পশ্চিমবঙ্গ এবং কলকাতা, দুই সার্কেল মিলিয়ে 7.8 লক্ষ নতুন 4G ব্যবহারকারী যুক্ত হয়েছে।

আরও পড়ুনঃ PoK-তে ফেটে পড়ল ৭০ বছরের ক্ষোভ! রাস্তায় হাজার মানুষ, পাক সেনার গুলিতে নিহত একাধিক

প্রসঙ্গত, BSNL এর ভারত টেলিকম স্ট্যাক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। আর এটি শুধুমাত্র 4G এর মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতে 5G পরিষেবা চালু করার জন্য তোড়জোড় শুরু করেছে। আর এভাবে ভারত দেশের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিভিত্তিক টেলিকম স্ট্যাক গড়ে তুলছে, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে BSNL এর এই সিলভার জুবিলী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর এতদিন আমরা বিদেশী প্রযুক্তির উপরেই নির্ভর করতাম। তবে এবার ভারত নিজস্ব টেলিকম প্রযুক্তি দিয়েই বিশ্বমঞ্চে জায়গা করে নিল। ডিজিটাল ইন্ডিয়া মিশনের এটি একটি বিরাট মাইলফলক।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join