প্রীতি পোদ্দার, আরামবাগ: কালীপুজোর আগেই ফের বাস বন্ধ করার হুঁশিয়ারি আরামবাগে (Arambagh)! পূর্ত দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধের নির্দেশ মিলতেই চরম সিদ্ধান্ত বাস মালিকদের। আসলে, আরামবাগের এই রামকৃষ্ণ সেতু দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু। এই সেতু দিয়ে প্রায় সাত-আটটি জেলার বাস চলাচল করে। কিন্তু হঠাৎ করে পূর্ত দপ্তরের এই সিদ্ধান্তে বেশ ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। যেখানে এই শহরের উপর দিয়ে প্রায় তিনশোর কাছাকাছি দূরপাল্লার বাস চলে সেখানে চল্লিশ শতাংশ বাস চলছে না। আর সেই ক্ষতির জেরে এবার চরম সিদ্ধান্ত নিল মালিক সংগঠন।
কবে থেকে বন্ধ বাস পরিষেবা?
জানা গিয়েছে এই মুহূর্তে রামকৃষ্ণ সেতুর কাজ এখনও শেষ হয়নি। ফলে, সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে তাঁদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়ায়, এবার বড় সিদ্ধান্ত নিলেন তাঁরা। রিপোর্ট অনুযায়ী বিভিন্ন বাস অ্যাসোসিয়েশনের কর্তারা জানিয়েছে আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রশাসন যদি কোনও সমাধানসূত্র না বের করে, তাহলে ওই দিন থেকেই অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। আরামবাগ মহকুমা বাস-মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশন, হুগলি ইন্টার্ন রিজিয়ন বাস ওনার্স অ্যাসোসিয়েশন-সহ একাধিক সংগঠন বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
এই প্রসঙ্গে বাস মালিকদের অভিযোগ, পূর্ত দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছিল যে, সেতুর উপর দিয়ে ১০ টনের বেশি ভারী যান চলাচল করতে পারবে না। সেক্ষেত্রে একটা বাস সর্বোচ্চ ৯ টন পর্যন্ত ভারী হতে পারে। তাহলে কেন বাস চালাতে অনুমতি দেওয়া হচ্ছে না? এই প্রশ্নের উত্তর পাওয়ার আশায় ইতিমধ্যেই একাধিকবার পূর্ত দপ্তর, হুগলি ডিএম, আরামবাগ এসডিও-সহ পরিবহণ দপ্তরেও বার বার চিঠি দিয়েছে বাস মালিক অ্যাসোসিয়েশন। কিন্তু সেই আবেদন বা চিঠির উত্তর কেউ দেননি। প্রশাসনের এই চরম উদাসীনতায় দিনে দিনে ক্ষতির মুখে পড়ায় এবার প্রশাসনের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতেই এই বাস বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আট বছর পর অবশেষে স্বপ্নপূরণ! ঝাঁ চকচকে নতুন সেতু পেতে চলেছে উত্তর দিনাজপুর
হুগলি জেলা ইন্টার্ন রিজিয়ন বাস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মুস্তফা, সম্পাদক গৌতম ধোলেরা জানান, “আগামী ১৪ অক্টোবরের মধ্যে জেলা বা মহকুমা প্রশাসন বা PWD যদি আমাদের সমস্যা সমাধান না করতে পারে, তাহলে ১৫ অক্টোবর থেকেই অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। সব বাসই বন্ধ থাকবে। অন্য জেলার মালিকেরাও রাজি আছেন এই সিদ্ধান্তে।” অন্য দিকে, আরামবাগ বাস-মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন, “ওঁদের সিদ্ধান্ত সঠিক। আমরাও ওঁদের সঙ্গে আছি। প্রশাসন ব্যবস্থা নিলেই আমরা আমাদের সিদ্ধান্ত তুলে নেব।” তবে এখনও প্রশাসনের তরফে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।