অর্ধেক হয়ে যাবে যাত্রী, হাওড়া-শিয়ালদা মেট্রো চালু হওয়ার আগেই চিন্তায় ভুগছে বাস মালিকরা

Published on:

howrah sealdah metro

শ্বেতা মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকটা মাস তারপর এই চালু হয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষিত হাওড়া ময়দান থেকে শিয়ালদা স্টেশন অবধি মেট্রো (Howrah Sealdah Metro) পরিষেবা। হ্যাঁ ঠিকই শুনেছেন। জোরকদমে চলছে কাজ। এমনকি ডিসেম্বর শেষে বা নতুন বছরেই ট্রায়াল রান অবধি করবে মেট্রো কর্তৃপক্ষ বলে খবর। এহেন খবরে একদিকে যখন মেট্রো যাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইছে তখন অন্যদিকে সিঁদুরে মেঘ দেখছেন বাস চালক থেকে শুরু করে মালিকরা। তাদের আশঙ্কা, একবার যদি এই মেট্রো পরিষেবা শুরু হয়ে যায় তাহলে বাসে যাত্রী সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। আর এর ফলে ক্ষতি হবে পরিবহণ ব্যবস্থায়।

সিঁদুরে মেঘ দেখছেন বাস চালক-মালিকরা

WhatsApp Community Join Now

এমনিতে যত সময় করছে ততই কলকাতায় মেট্রো রুটের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। শুধু কলকাতা নয়, এখন কলকাতা শহরের গণ্ডি পেড়িয়ে বারাসাত থেকে শুরু করে চুঁচুড়াতেও মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ বলে খবর। এই মেট্রো পরিষেবা যত সময় এগোচ্ছে ততই সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে পড়ছে। এখন কলকাতা শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করতে হয় না। কারণ সকলের সেই সমস্যার সমাধান করেছে কলকাতা মেট্রো। উত্তর হোক কিংবা দক্ষিণ পূর্ব হোক বা পশ্চিম সর্বত্রই ছুটে চলেছে মেট্রো। আগামী দিনে আরো বহু রুটে মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে কলকাতা মেট্রোর। হচ্ছে একের পর এক ট্রায়াল রান।

অন্যদিকে কলকাতা মেট্রো এহেন উদ্যোগের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে বাস মালিক থেকে শুরু করে বাস চালকরা বলে খবর। বিশিষ্ট মহলের দাবি, যাত্রী কমতে থাকলে বাস রুটগুলি রুগ্ন হয়ে পড়বে। ধারাবাহিক লোকসান হবে। একাধিক বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

অনেকের কর্মহীন হওয়ার আশঙ্কা

এদিকে একাধিক বাস পরিষেবা যদি বন্ধ হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই বহু পরিবহণ কর্মী ও শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। এর পাশাপাশি জানা গিয়েছে, হাওড়া-শিয়ালদহ রুটে সরকারি বাসের সংখ্যাও আগামী দিনে কমিয়ে আনা হতে পারে। সরকারি কর্তাদের দাবি, কিছুদিন যাত্রী সংখ্যা ও আয়-ব্যয়ের হিসেব দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিদিন হাওড়া এবং শিয়ালদা রুটে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন আরে মানুষ যাতায়াত করেন এই বাসে করেই।

এই বিখ্যাত রুটে চলে ৪৪, ৭১, ৭২, ২৮ নম্বরের বহু বাস। তবে মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে এই বাস পরিষেবা অনেকটাই ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা। এই বিষয়ে ভেবেই কার্যত শিহরিত সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা। তিনি বলেন, ‘করোনার পরের পরিস্থিতিতে বেসরকারি বাস প্রায় ২০ শতাংশ যাত্রী হারিয়েছে। এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোপুরি চালু হয়ে গেলে আরও ৩০ শতাংশ যাত্রী কমবে। সব মিলিয়ে আগের তুলনায় প্রায় অর্ধেক যাত্রী হারাবে।’

সঙ্গে থাকুন ➥
X