নব রূপে প্রত্যাবর্তন! ফের চালু হচ্ছে শ্রীরামপুর-করুণাময়ী রুটের ৩ নম্বর বাস, কবে থেকে?

Published on:

Serampore Karunamoyee Route

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে নব রূপে ঐতিহ্যশালী রুটে ফের আসতে চলেছে চেনা ছন্দ! নতুন ভাবে, নতুন চেহারায় এবং নতুন রঙে ফের বাস ছুটবে যাত্রীদের জন্য। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে আপাতত পাঁচটি বাস শ্রীরামপুর-করুণাময়ী রুটে (Serampore Karunamoyee Route) নামার কথা। পরে যাত্রী দেখে সেই সংখ্যা আরও বাড়তে পারে। আর এই সুসংবাদে খুশির হাওয়া বইছে শ্রীরামপুর থেকে উত্তরপাড়া, হিন্দমোটর, রিষড়া এবং বালিতে।

১০০ বছর পূর্ণ হওয়ার আগেই বন্ধ হয়েছিল বাস !

১৯২৬ সালে হুগলির শ্রীরামপুর থেকে কলকাতার বাগবাজার পর্যন্ত লম্বা রুটে প্রথম পরিষেবা চালু হয়েছিল ৩ নম্বর রুটের। পরে চালু হয় করুণায়ী পর্যন্ত। ৩ নম্বর বাসের নাম শোনেনি এমন মানুষের সংখ্যা খুবই কম চোখে দেখা যায়। এক কথায় স্কুল-কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষের ভরসার জায়গা ছিল এই ৩ নম্বর। কিন্তু দুর্ভাগ্যবশত ১০০ বছর পূর্ণ হওয়ার আগেই থেমে যায় এই রুটে চলা শেষ বাসটির চাকা। বহুবছর শ্রীরামপুর, রিষড়া, কোন্ননগর, উত্তরপাড়া বা দক্ষিণেশ্বর, ডানলপ বা বাগবাজারের বাসিন্দাদের লাইফলাইন এই রুট অনেক ঝড়ঝাপটা পেড়িয়ে ছুটে চলেছিল।

এমনকি ২০১০ সালেও ওই রুটে ৬৫টি বাস চলত। কিন্তু তার পর থেকেই বাসের সংখ্যা কমতে শুরু করেছিল। গত কয়েক বছরে অটো এবং টোটোর সংখ্যা ঝড়ের গতিতে বাড়ায় যাত্রীরা তাতেই চড়ছেন। ফলে যাত্রীর অভাবে বেশিরভাগ মালিকই বাস বসিয়ে দিয়েছেন। শেষ কয়েক বছর মাত্র একটি মাত্র বাস চলত। সেই বাসটিও পরে স্ক্র্যাপ হয়ে গেলে একটা রুট পুরোপুরি বন্ধ হয়ে গেল। আর এই আবহে খুশি ঝলক নিয়ে আবারও সেই রুটে গড়াতে চলেছে বাসের চাকা। যা শুনে বেশ খুশী যাত্রীরা।

নব রূপে নামছে ৩ নং বাস

জানা গিয়েছে, দিনকয়েকের মধ্যেই শ্রীরামপুর থেকে করুণাময়ী যাত্রী নিয়ে ফের রাস্তায় ছুটবে ৩ নম্বর বাস। তবে এই কামব্যাকটা হতে চলেছে নয়া রূপে। হলুদ রঙের এই বাসটি সম্পূর্ণ ঝাঁ চকচকে থাকবে। ভিতরে যাত্রীদের জন্য বরাদ্দ থাকবে ৪৮ সিট। এবং এই বাসটির নাম রাখা হয়েছে বৃন্দাবন এক্সপ্রেস। বাস মালিক রাজু সামন্ত জানিয়েছেন, “গাড়ি ইতিমধ্যই এসে গিয়েছে। আজ রেজিস্ট্রেশনে যাব। শ্রীকৃষ্ণের ভরসায় বাস নামাচ্ছি। আসলে এই রুটটার প্রতি আমার ভালোবাসা ছিল তার উপর যাত্রীদের চাহিদা বুঝেই এই পরিকল্পনা। ”

আরও পড়ুন: “মেয়ের মৃত্যুর জন্য দায়ী ও…” পর্নকাণ্ডে অভিযুক্ত শ্বেতা খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন স্বামীর

অনেকদিন ধরে এই রুটে বাস পুনরায় চালু করার জন্য একাধিকবার পরিবহণ দপ্তরে চিঠিও দিয়েছিলেন সাধারণ মানুষ। অবশেষে সেই রুটে গড়াতে চলেছে বাসের চাকা। বিশেষ সূত্রে জানা গিয়েছে আপাতত পাঁচটি বাসের অফার লেটার দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “এটি একটি ঐতিহ্যশালী বাসরুট। নতুন করে এই রুটে বাস নামছে এটা খুব ভালো উদ্যোগ।”

সঙ্গে থাকুন ➥