প্রীতি পোদ্দার, কলকাতা: বছর শেষ হতে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরেই শুরু হবে নতুন বছর। এদিকে রাজ্যে বছর শেষের আগেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। গত মঙ্গলবার নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলার বাড়ি তথা রাজ্য আবাস প্রকল্পের বরাদ্দ রিলিজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চলতি বছর এই যোজনার যেমন ১২ লক্ষ পরিবার সুবিধা পেতে চলেছে। তেমনই পরের বছর অর্থাৎ ২০২৫ সালে আরও ১৬ লক্ষ প্রান্তিক পরিবারকে বাড়ি বানাতে টাকা দেবে রাজ্য সরকার। এই আবহে এক শ্রেণীর মানুষের কাছে উদযাপনের সময় হলেও সরকারী কর্মীদের মনে DA সংক্রান্ত প্রশ্ন থেকেই যাচ্ছে। ভবিষ্যৎ ই বা কী এই মহার্ঘ ভাতার।
অ্যালেন পার্কে আশাহত সরকারী কর্মীরা
শেষবার চলতি বছর লোকসভা নির্বাচনের পরে রাজ্য সরকার কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness allowance) বৃদ্ধি করেছিল। সেই সময় থেকে এখনও পর্যন্ত সরকারী কর্মীরা মাত্র ১৪ শতাংশ DA বা মহার্ঘ ভাতা পেয়ে আসছে। যেখানে কেন্দ্রীয় সরকার বর্তমানে কর্মীদের ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। ফলস্বরূপ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে DA ফারাক যেন বেড়েই চলেছে। যদিও আশা ছাড়েনি রাজ্যের সরকারী কর্মীরা। আসলে গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারও অনেক আশা করেছিল যে অ্যালেন পার্কে DA বৃদ্ধির কথা ঘোষণা করা হবে। কিন্তু সে গুড়ে বালি। কোনো ঘোষণাই করলেন না মুখ্যমন্ত্রী।
ফের আন্দোলনের পথে সরকারি কর্মীরা
যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন কিছুতেই তারা কেন্দ্রের সমহারে DA দিতে পারবে না। কারণ রাজ্যের সেই আর্থিক সঙ্গতি নেই। যদি রাজ্যের এই বেতন কাঠামো কারও পছন্দ না হয় তাহলে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন। তাতে বাঁধা নেই। কিন্তু তবুও তাতে চুপ করে থাকেনি রাজ্যের সরকারী কর্মীরা। তাঁরাও তাঁদের দাবি জারি রেখেছে। কেন্দ্রের সঙ্গে সমহারে মহার্ঘ ভাতার দাবিতে এমনিতে ২২ ডিসেম্বর থেকে তিন দিন নবান্ন সভাঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে রেখেছে কর্মচারিদের সংগ্রামি যৌথ মঞ্চ। এবারও সেই আন্দোলন ফের শুরু হতে চলেছে।
গত বুধবার যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে DA বৃদ্ধির দাবিতে আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী গত বছর স্বেচ্ছায় DA বাড়াননি। আমাদের আন্দোলনের জন্য সরকারের প্যানিক অ্যাটাক হয়েছিল। তাতেই ৪ শতাংশ বাড়ানো হয়েছে। এবারও নবান্নের সামনে অবস্থান কর্মসূচির জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। দেখা যাক এখানকার জল কতটা গড়ায়।”