সৌভিক মুখার্জী, কলকাতা: এতদিন যাবৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের (Calculator Ban in HS Exam) অনুমতি দেওয়া হত। তবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নতুন সেমিস্টার সিস্টেমে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য এবার যে কোনও ধরণের ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল। প্রথম থেকে চতুর্থ, কোনও সেমিস্টারেই এবার থেকে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কিন্তু বিকল্প কী নিয়ম রয়েছে?
কেন ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হল?
সংসদ সম্প্রতি একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে যুক্তি দিচ্ছে যে, রাজ্যস্তরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার জাতীয় স্তরের জয়েন্ট এনট্রান্স বা NEET-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই চালনা করা হবে। কারণ, জাতীয় স্তরের পরীক্ষাগুলিতে অফলাইনে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। ছাত্র-ছাত্রীদের হাতের কলম আর কাগজই অভ্যাস গড়ে তোলার প্রধান লক্ষ্য। সে কারণেই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার বন্ধ রাখা হচ্ছে।
থাকছে বিশেষ কিছু সুবিধা
তবে হ্যাঁ, ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলেও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিছু বিকল্প সুবিধা দেবে বলে জানিয়েছে। যেমন উত্তর যদি ধ্রুবক আকারে বা সিম্পল ফর্ম আকারে রাখা হয়, তাহলে পূর্ণ নম্বর দেওয়া হবে। প্রশ্ন এমনভাবে সাজাতে হবে, যাতে বড় ক্যালকুলেশনের কোনও প্রয়োজন না পড়ে। পাশাপাশি ধ্রুবক ও লগের মান প্রশ্নের ভিতরেই দেওয়া থাকবে।
তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, চতুর্থ সেমিস্টারের প্র্যাক্টিক্যাল পরীক্ষাগুলোর জন্য ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। অর্থাৎ, প্র্যাক্টিক্যাল পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ছাত্র-ছাত্রীরা। পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদের তরফ থেকে।
আরও পড়ুনঃ নয়া বিতর্কে মহুয়া মৈত্র! করিমপুরের মাঠে বিয়ের রিসেপশন করে নিশানায় তৃণমূল সাংসদ
কমার্স পড়ুয়াদের জন্য কী নিয়ম?
তবে বাণিজ্য বিভাগে যারা পড়াশোনা করে, বিশেষ করে অ্যাকাউন্টান্সি বা বিজনেস ম্যাথমেটিক্স যাদের বিষয়, তাদের পরীক্ষার সময় প্রচুর হিসাব-নিকাশের দরকার পরে। এ কারণেই তাদের ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার অপরিহার্য বলে মনে করছে ওয়াকিবহল মহল। তবে এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তাদের জন্য কোনওরকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতেই ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।












