শ্বেতা মিত্র, কলকাতাঃ দিঘা…সমুদ্রপ্রেমীদের কাছে এক স্বর্গের মতো জায়গা। যারা সমুদ্র ভালোবাসেন তাঁরা দিঘা (Digha) যাননি এটা তো হতেই পারে না। এমনিতে যত সময় এগোচ্ছে ততই প্রশাসনের তরফে ঢেলে সাজানো হচ্ছে এই সমুদ্র সৈকতটিকে। সবথেকে বড় আকর্ষণ, পুরীর আদলে দিঘার বুকে তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের দরজাও শীঘ্রই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে, যা নিয়ে উত্তেজিত পর্যটকরা। তবে এরই মাঝে দিঘা নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। দিঘার বুকে থাকা ঢেউসাগর নিয়ে বড় রায় দিয়েছে হাইকোর্ট। আপনিও কি জানতে ইচ্ছুক যে আদালত কী রায় দিয়েছে? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
ঢেউসাগর নিয়ে বড় রায় আদালতের
সম্প্রতি পর্যটকদের মন ভেঙে দিয়ে একটি রায় দিয়েছিল পরিবেশ আদালত। বলা হয়েছিল, দিঘার বুকে থাকা ঢেউসাগর পার্ককে ভেঙে ফেলতে হবে। এর জন্য প্রশাসনদের কড়া নির্দেশও দেওয়া হয়েছিল। এই ঢেউসাগর জায়গাটি দিঘার অন্যতম আকর্ষণের জায়গা। দিঘা গেলে পর্যটকরা এই বিশেষ পার্কটিতে যাবেনই যাবেন। কিন্তু মাঝে এই পার্কটিকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আচমকাই উলটপুরাণ। এখনই এই ঢেউসাগর ভাঙা হবে না বলে জানিয়ে দেওয়া হল।
পরিবেশ আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। দিঘা বাংলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তবে, এখানে ঢেউসাগর পার্ক সহ একাধিক অবৈধ নির্মাণ শুরু হয়েছে বলে অভিযোগ। এই ধরণের অভিযোগের ভিত্তিতে দায়ের করা একটি মামলায়, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল এখন ঢেউসাগর সহ দিঘা উপকূলে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। পরিবেশকর্মী সুভাষ দত্ত ট্রাইব্যুনালে অভিযোগ করেন যে দিঘায় উপকূলীয় আইন লঙ্ঘন করে একাধিক অবৈধ নির্মাণ চলছে। তারই প্রেক্ষিতে এই রায় দেয় পরিবেশ আদালত। তবে এখন অন্য রায় দিল কলকাতা হাইকোর্ট।
এখনই ভাঙা যাবে না ঢেউসাগর
পরিবেশ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শুক্রবার ওই মামলাতে বিচারপতি অমৃতা সিনহা পরিবেশ আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছেন। আদালত জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তবে এখানে জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্ট কিন্তু পরিবেশ আদালতের নির্দেশ বাতিল করেনি। শুধুমাত্র স্থগিতাদেশ জারি করেছে। ফলে এখনও অবধি যে ঢেউসাগরের ওপর খাঁরা ঝুলছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুনঃ আসছে নতুন ১০ ও ৫০০ টাকার নোট! আগের নোট কি বাতিল? জানাল RBI
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ঢেউসাগর পার্ক উদ্বোধন করেন। বর্তমানে, পার্কটির ব্যবস্থাপনা একটি সংস্থা দ্বারা পরিচালিত হয়। এই সুসজ্জিত পার্কটিতে টয় ট্রেন, নৌকা ভ্রমণ, উঁচু দোলনা এবং পশুর মডেল সহ বিভিন্ন বিনোদনমূলক সুবিধা রয়েছে। এছাড়াও, পার্কটিতে একটি খাবারের দোকান, একটি কনফারেন্স হল এবং একটি সুন্দর ময়ূর নৌকা রয়েছে। সপ্তাহান্তে, নৃত্য এবং গানের পরিবেশনা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |