শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার বাংলার এক গুরুত্বপূর্ণ জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আসলে আজ কথা হচ্ছে সাঁতরাগাছি ঝিল সংলগ্ন এলাকা নিয়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে রেলের এই জায়গায় ফুলে ফেঁপে ওঠা দখলকারীদের জন্য সমস্যার শেষ নেই। এহেন অবস্থায় এক মামলার রায় হিসেবে জায়গাটিকে দখলমুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
সাঁতরাগাছি ঝিল সংলগ্ন জমি দখলমুক্ত করার নির্দেশ
আসলে বহুদিন আগে সাঁতরাগাছি ঝিলের উত্তর দিকের জমি দখল করে বেশ কয়েকটি দোকান তৈরি হয়। সাঁতরাগাছি ঝিল সংলগ্ন ওই বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে আগেই নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকর করতে পারেনি রেল কর্তৃপক্ষ। আর এর মাঝেই পুনর্বাসনের দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন ১১ জন বেআইনি দখলদার। যদিও কলকাতা হাইকোর্ট এবার ওই দখলদারদের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট।
সেইসঙ্গে সোমবার সাঁতরাগাছি ঝিলের দখলদারদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়ে অভিযোগ করা হয়, উচ্ছেদ অভিযানের সময় রেল তাঁদের থাকার ব্যবস্থা করছে না। তারা যুক্তি দিয়েছিল যে এনজিটি দখলদারদের পুনর্বাসনের আদেশে উল্লেখ করেছে। আবেদনকারীরা জলাশয়ের উত্তর অংশ দখল করছেন এবং অভিযোগ করেছেন যে তাদের কোনও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়নি বা শুনানির সুযোগ দেওয়া হয়নি।
বড় নির্দেশ আদালতের
আদালতের পর্যবেক্ষণ, এনজিটি-র তরফে এমন কোনও নির্দেশ আসেনি। আদালত বলেছে, সাঁতরাগাছি ঝিলকে সুরক্ষা দিতে হবে। শীতকালে এখানেই আসে পরিযায়ী পাখিরা। আদালত দখলদারদের সাহায্যের জন্য এনজিটির কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে। রেলওয়ের তরফে জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, দখলদাররা অস্থায়ী বসতি এবং এমনকি পাকা বাড়িও তৈরি করেছে ওই জায়গায়।
আরও পড়ুনঃ ভেঙে দু’টুকরো হচ্ছে ভারত, নিশ্চিহ্ন হয়ে যাবে ৬ রাজ্য! ভয়ঙ্কর সতর্কবার্তা বিজ্ঞানীদের
গত বছর রাজ্যকে দূষণমুক্ত করার নির্দেশ দিয়েছিল এনজিটি। রেলের আধিকারিক এবং রাজ্য সরকারের বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। রেলওয়েকে ঝিল সংলগ্ন অঞ্চলটি দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |