Indiahood-nabobarsho

SSC, পর্ষদকে ডেডলাইন! রাজ্যের জবাব তলব, অযোগ্যদের বেতন মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের

Published on:

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল এসএসসি (SSC) চাকরি বাতিলের মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। রাতারাতি বাতিল করে দেওয়া হয় ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল। চাকরিহারা হয়ে পড়ে প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। চারিদিকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। এদিকে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশে জানিয়েছিল যে যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ তাঁদের বেতন ফেরত দিতে হবে। কিন্তু অভিযোগ উঠেছে যে রাজ্য সেই নির্দেশ কার্যকর করতে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি, তাই এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা উঠল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অযোগ্য হিসেবে চিহ্নিত চাকরিপ্রার্থীদের বেতন ফেরৎ নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও পর্যন্ত সেই নির্দেশ সঠিকভাবে মানা হয়নি। বরং বেতনের তালিকায় এখনও উজ্জ্বল হয়ে রয়েছে ‘অযোগ্য’দের নাম। শুধু তাই নয়, এসএসসি-কে উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশ করতেও বলেছিল আদালত কিন্তু সেটা এখনও প্রকাশ করা হয়নি। এই মর্মে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করে আইনজীবি সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম ব্যানার্জি। আজ সেই মামলার শুনানি ছিল বিচারপতি বসাক এবং বিচারপতি রসিদির ডিভিশন বেঞ্চে।

রাজ্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন বিচারপতির

জানা গিয়েছে এদিন সেই মামলার শুনানিতে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর উদ্দেশে বিচারপতি জানতে চান, ‘অযোগ্য’ চাকরিহারাদের বেতন ফেরাতে কী পদক্ষেপ করছে রাজ্য? অভিযোগ, ‘দাগি’ হিসেবে চিহ্নত হওয়া সত্ত্বেও নাকি চাকরিহারাদের বেশ কয়েকজন এখনও বেতন পাচ্ছেন। তাতে রাজ্যের কি পদক্ষেপ ? অন্যদিকে আদালতের পর্যবেক্ষণ, চাকরি বাতিলের মামলায় হাই কোর্টের যে সমস্ত নির্দেশ সুপ্রিম কোর্ট পরিবর্তন করেছে, তাতে হস্তক্ষেপ করা না হলেও বাকি নির্দেশ কেন কার্যকর করা হয়নি? প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। সিবিআই কেও সরাসরি প্রশ্ন করে আদালত। সিবিআইয়ের আইনজীবী তথা ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদীর উদ্দেশে প্রশ্ন করা হয় কেন অযোগ্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি? কী ভাবে তাঁরা চাকরি পেলেন? কাদের ঘুষ দিয়েছিলেন?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুনানির দিন ঘোষণা বিচারপতির!

সূত্রের খবর আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওএমআর শিট আপলোডের যে নির্দেশ কলকাতা হাই কোর্ট দিয়েছিল তা যথাযথ পালন হয়েছে কিনা সম্পূর্ণটাই জানাতে হবে বলে আজ জানিয়ে দিয়েছে আদালত। এমনকি ওই একই দিনেই সকল প্রশ্নের উত্তর আদালতে জানাতে হবে সিবিআইকেও। অন্যদিকে আজ যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা স্কুল সার্ভিস কমিশনের। জানা গিয়েছে সন্ধ্যার দিকে ওই তালিকা প্রকাশ করা হতে পারে। এদিকে ইতিমধ্যেই এসএসসি ভবন অভিযানে নেমেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষাকর্মীরা। আজ বেলা ১২টা নাগাদ সল্টলেক করুণাময়ীতে শুরু হয়েছে চাকরিহারাদের জমায়েত। তাঁরাই জানালেন, যতক্ষণ তালিকা প্রকাশ্যে আনা হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত এসএসসি ভবনের সামনেই অবস্থানে বসে থাকবেন তাঁরা।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group