ডিএ-র পর রাজ্যে এবার PF না মেটানোর অভিযোগ! ৪ মাসের আল্টিমেটাম হাইকোর্টের

Published on:

calcutta high court pf

সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ-র টাকা থেকে শুরু করে শিক্ষা কর্মীদের টাকা দেয়নি সরকার। তার ওপর এবার PF-এর টাকাও আটকে রাখার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। মূলত এই অভিযোগ করেছেন পরিবহণ দফতরের কর্মীরা। এহেন পরিস্থিতিতে এবার হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আদালতে হাজিরা দিতে হল মদন মিত্র সহ বহু হেভিওয়েটকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পিএফ-এর টাকা না মেটানোর অভিযোগ

আসলে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক হাজার কোটি টাকা বাকি আছে। আর এই ঘটনায় শুক্রবার আদালতে হাজিরা দিতে হয়েছে রাজ্যের অর্থসচিব প্রভাত মিশ্র, এমপ্ল্যিজ ফান্ড ট্রাস্টের চেয়ারপার্সন ও বিধায়ক মদন মিত্রকে। অভিযোগ, এর আগে উচ্চ আদালত নির্দেশ দিলেও ১৫০ জন অবসরপ্রাপ্ত পরিবহণ কর্মীদের পিএফ-এর টাকা মেটায়নি। আর এই অভিযোগ করেছেন সরকারি কর্মীদের নেতা মলয় মুখোপাধ্যায়। যাইহোক, এই বিষয়ে অর্থাৎ বকেয়া মেটানোর জন্য রাজ্যকে ৪ মাস সময় দিয়েছে।

বিধায়ক মদন মিত্রের প্রতিশ্রুতির পরেই বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের নির্দেশ দেন্ম আগামী চার মাসের মধ্যে পরিবহণদপ্তর ও অর্থদপ্তরকে বকেয়া অবসরকালীন সুবিধা নিয়ে পদক্ষেপ নিতে হবে। এরপরও ওই বকেয়া টাকা না মেটানো হলে মদন-সহ সংস্থার একাধিক আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আদালত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিশেষ রায় আদালতের

আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতির মন্তব্য, ‘আমার কোনও ইগো থেকে ডাকিনি। প্রভিডেন্ট ফান্ড নিয়ে তদন্তের জন্য ডেকেছি। মাসিক বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হয় ভবিষ্যতের জন্য। সিএসটিসির কর্মীরা তাঁদের টাকা পাচ্ছেন না। কারও মেয়ের বিয়ে, কারও স্ত্রীর অসুখের চিকিৎসার জন্যে টাকার দরকার। আমি তিন-চারবার সুযোগ দিয়েছি। আপনাদের এখন ডেকেছি। কর্মীরা যেন কোনওভাবেই বঞ্চিত না হন।’

আরও পড়ুনঃ এক লাফে ৩৪,৫৬০ টাকা! অষ্টম বেতন কমিশনে কতটা বাড়বে বেতন লেভেল ১ কর্মীদের?

এদিকে রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের টাকা প্রথমে সংস্থায় যায়, তারপর কর্মীরা পান। আমরা ট্রাস্টকে দিতে পারি না। আমরা টাকা ইতিমধ্যেই দিয়েছি। এবার ট্রান্সপোর্টদপ্তর কী করেছে জানি না। ইতিমধ্যেই বকেয়ার ১৭ শতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে।’ মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এবার সুরসুর করে দিয়ে দেবে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group