বিপাকে মদন মিত্র সহ একাধিক অফিসার! রুল জারি কলকাতা হাইকোর্টের, কারণ কী?

Published on:

Madan Mitra

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে একের পর দুর্নীতির খবর যেন খবরের শিরোনামে প্রকাশিত হয়েই চলেছে। তাবড় তাবড় নেতা-মন্ত্রীর বিরুদ্ধে চাকরি থেকে শুরু করে গরু ও কয়লা চুরির অভিযোগ তো রয়েছেই সঙ্গে কর্মীদের ভবিষ্যৎ সঞ্চয় নিয়েও চলছে ছেলেখেলা। রীতিমত অন্ধকারে ডুবেছে রাজ্য সরকার। আর এই আবহেই ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক হাজার কোটি টাকা বকেয়া না মেটানোর অভিযোগ উঠল মদন মিত্র (Madan Mitra) সহ তিন আধিকারিকের বিরুদ্ধে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

সূত্রের খবর, CSTC-র প্রত্যেক কর্মচারীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট তৈরি করা হয়েছে। যেখানে প্রত্যেক মাসে কর্মচারীদের বেতনের একটা অংশ কেটে রাখা হয় ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য। যেটি পরে কর্মক্ষেত্রে অবসর নেওয়ার পর সুবিধা প্রদান করবে কর্মচারীদের। কিন্তু এখানেই দেখা গেল গণ্ডগোল। CSTC-র অবসরপ্রাপ্ত কর্মচারীরা অভিযোগ তোলেন, অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না তাঁরা। এই নিয়ে অভিযোগ জানালেও কোন কাজে দেয়নি। শেষ পর্যন্ত গত বছর এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হলে হাইকোর্ট গত বছরের জুলাইয়ে হাইকোর্ট প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন।

আদালতের নির্দেশ মানেনি CSTC

কিন্তু আদালতে বিচারপতি নির্দেশ দেওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হয়নি CSTC-র কর্মচারীদের। তাই সেই কারণে ফের গত বছরের ডিসেম্বরে আদালত অবমাননার মামলা করা হয়। এরপর একাধিকবার এই মামলার শুনানি হয়েছে। এমনকি রাজ্যের তরফে এও জানিয়ে দেওয়া হয় যে, তারা সমস্ত বকেয়া মিটিয়ে দিয়েছে। শেষে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে কনটেম্পট অ্যাপ্লিকেশন হয়। গতকাল হাইকোর্টে এই মামলা ওঠে। সেখানে বিচারপতি জানতে চান, কেন এখনও অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মেটানো হয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: আরজি কর দুর্নীতি কাণ্ডে উঠে এল বিস্ফোরক তথ্য! এবার CBI-র বড় ফাঁদে সন্দীপ ঘোষ

বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে রাজ্যের কাছে এই মামলা নিয়ে ব্যাখ্যা তলব করা হয়। কিন্তু তাদের সেই জবাবে সন্তুষ্ট না হওয়ায় এবার মদন মিত্র-সহ রাজ্যের অর্থসচিব, সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টেরের বিরুদ্ধে রুল জারি করেন বিচারপতি। এবং এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ৪ জুলাই। আদালতে নির্দেশ ওইদিন মদন মিত্র এবং দুই আধিকারিককে আদালতে হাজির হয়ে জানাতে হবে, কেন অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য পাওনা এখনও মেটানো হয়নি। তারও ব্যাখ্যা দিতে হবে মদনদের।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group