শ্রমিক দিবসে আদালত খোলা, রামনবমীতে ছুটি! হাইকোর্টের হলিডে লিস্ট ঘিরে বিতর্ক

Published on:

calcutta hc rama navami

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর, লোকসভা নির্বাচনের আগে সরকারি ছুটি নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ এই বছর থেকেই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। যা নিয়ে বেশ প্রশ্ন উঠছিল যে ভোট ভিক্ষাবৃত্তির জন্যই নবান্ন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার হাইকোর্টের (Calcutta High Court) ছুটির নির্দেশিকায় চমক দেখে চোখ কপালে উঠল সকলের। নতুন করে সংযোজিত হয়েছে রামনবমীর ছুটি। আর তাতেই ফের প্রশ্ন জাগছে তবে কি হাইকোর্টেও এবার গেরুয়া শিবিরের ঝড় উঠল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হাইকোর্টের রাম নবমীতে ছুটি নিয়ে উঠছে প্রশ্ন!

চলতি বছর হাইকোর্টে একের পর এক ছুটি যেন লেগেই রয়েছে। তবে সবচেয়ে বেশি যেই ছুটিতে নজর কেড়েছে তার মধ্যে অন্যতম হল রামনবমী। কারণ মে ডে বা শ্রমিক দিবসে আদালত ছুটি নেই। অথচ রামনবমীতে ছুটি। যা নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে আইনজীবী শামিম আহমেদ বলেন, “আগে মে ডে-র দিন ছুটি থাকত হাইকোর্টে। এর পর থেকে কোনও কারণ ছাড়াই বাতিল হয় সেই ছুটি। আমরা পাঁচটি ক্যালেন্ডার সমেত অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিলাম যাতে ছুটি দেওয়া হয়। তারপরও আমাদের হাইকোর্টের ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত করা হচ্ছে না।”

আইনজীবীদের মতামত

এই প্রসঙ্গে বিজেপিপন্থী আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য বলেন, “১৪০ কোটি ভারতবাসীর কাছে শ্রীরাম হচ্ছে সংস্কৃতি এবং আস্থা। আর আমরা ভারতবাসী। তাই আমাদের সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়া হবে এটাই স্বাভাবিক। আর মে ডে ঐতিহাসিক বিপ্লবের মুহূর্ত। পৃথিবীতে এমন প্রচুর বিপ্লব হয়েছে। এখন সব দিবস যদি ছুটি দেওয়া হয় তাহলে কোর্ট হবে না।” তবে এই ব্যাপারে যদিও তৃণমূলপন্থীদের কোনো অভিযোগ নেই। তাঁদের মতে, “আমরা রথযাত্রা, বুদ্ধপূর্ণিমাতেও ছুটি পেয়েছি। তবে এটা সব বিচারকরা সিদ্ধান্ত নিয়েছেন বলেই হয়েছে কারোর একজনের সিদ্ধান্ত নয়। এটা আমরা একটা ছুটি হিসাবেই দেখছি। এখানে বিতর্কের কোনো চিহ্ন নেই।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group