প্রীতি পোদ্দার, কলকাতা: এর আগে যতবার কোনো রেল দুর্ঘটনা ঘটে দেখা গিয়েছিল ততবারই ভারতীয় রেল মৃত এবং আহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে। কিন্তু চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনায় রেল ক্ষতিপূরণ দেবে এই ঘটনা খুবই কম দেখা যায়। সম্প্রতি এমনই এক ঘটনায় দেখা গেল ৭০ বছরের এক ব্যক্তি চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ায় তাঁকে ক্ষতিপূরণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
ঘটনাটি কী?
সূত্রের খবর, ২০০১ সালের ১৭ জুন ট্রেনে করে এক ব্যক্তি বীরশিবপুর স্টেশন থেকে রামরাজাতলা যাচ্ছিলেন। সেই সময়ে চলন্ত ট্রেন থেকে আচমকা পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে আহত অবস্থায় হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, চিকিৎসকদের শত চেষ্টার পর সেই দিনই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরে রেলের থেকে ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন মৃতের স্ত্রী। সেখানে তিনি অভিযোগ করেন, ট্রেনে অত্যাধিক ভিড় এবং রেলের ঝাঁকুনির কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে যান স্বামী। যেহেতু তাঁর স্বামী ট্রেন যাত্রার সময়ে মারা গিয়েছেন। তাই রেল দুর্ঘটনার মতো এ ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া হোক।
ক্ষতিপূরণ দিতে নারাজ রেল
এছাড়াও তিনি আরও দাবি করেন যে, তাঁর তিন সন্তান আছে। আর এই অবস্থায় স্বামীর মৃত্যুকালে বয়স ছিল ৭০ বছর। জীবিত অবস্থায় তিনি সেই সময়ে মাসে সাড়ে তিন হাজার টাকা রোজগার করতেন। ফলে সেই হারে ক্ষতিপূরণের আর্জি জানিয়ে প্রথম রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনালে মামলা করেন মৃতের স্ত্রী। যদিও রেল সেটাকে অন্য চোখে দেখছে। তাঁদের মতে সেই ঘটনা একেবারেই ভিন্ন। আদালতে রেল জানায়, ওই ঘটনার সঙ্গে রেল দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ একই ভাবে বিচার করা যায় না। তা ছাড়া চলন্ত ট্রেন থেকে নির্দিষ্ট ভাবে কোথায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু লড়াই তবুও জারি রাখে মৃতের পরিবার।
অবশেষে প্রায় ২৩ বছর পর, সেই লড়াই এর অবসান হয়েছে। মামলাকারীদের পক্ষে রায় দিয়েছে আদালত। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেলকে নির্দেশ দিল আদালত।
নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে
এর পাশাপাশি ৬ শতাংশ হারে ১১ বছরের সুদবাবদ ক্ষতিপূরণের টাকাও দিতে হবে। এবং এই ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে ওই ক্ষতিপূরণের টাকা এবং সুদের অঙ্ক হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছিল। বিচারপতি ভারতী ডাঙরের একক বেঞ্চ পশ্চিম রেলওয়েকে ৭৫ বছর বয়সী এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। ওই বৃদ্ধ রেলযাত্রী একটি ভিড় লোকাল ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন। তাঁর পায়ে আঘাত লেগেছিল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |