কালই প্রকাশিত হবে জয়েন্টের ফলাফল? পরীক্ষার্থীদের জন্য হাইকোর্ট থেকে আশার আলো

Published on:

WBJEE 2025 Result

সহেলি মিত্র, কলকাতাঃ জয়েন্টের ফলাফল (WBJEE 2025 Result) বিষয়ে হস্তক্ষেপ করতে চাইল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে আগামীকাল অর্থাৎ ২২ আগস্ট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল বেরোলেও বেরতে পারে বলে আশাবাদী পরীক্ষার্থীরা। বর্তমানে রাজ্যের হাজার হাজার পড়ুয়া জয়েন্টের রেজাল্ট কবে বেরোবে? সেই অপেক্ষা করছে। এদিকে OBC জটের কারণে প্রায় সাড়ে তিনমাস ধরে আটকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। এই নিয়ে মামলাও চলছে। যদিও আজ বৃহস্পতিবার এই মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই গুরুত্ব দিল ডিভিশন বেঞ্চ।

শুক্রেই প্রকাশ হবে জয়েন্টের ফলাফল?

এদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এহেন সিদ্ধান্তে কিছুটা হলেও আশার ক্ষীণ আলো দেখছেন পড়ুয়ারা। এর আগে জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চের রায়কেই বৃহস্পতিবার গুরুত্ব দিল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতির বক্তব্য, ফলপ্রকাশের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সিঙ্গল বেঞ্চ। এছাড়া সুপ্রিম কোর্টেও মামলা চলছে। এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চ কোনও হস্তক্ষেপ করছেন না। আগামী ২ সেপ্টেম্বর এই মামলার শুনানি নির্ধারণ করা হয়েছে।

আজকের মধ্যে কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে পড়ুয়াদের

এদিকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) আজ SC, ST এবং OBC শিক্ষার্থীদের জন্য তাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করার জন্য পোর্টালটি বন্ধ করে দেবে। WBJEE 2025 ভর্তির জন্য একটি নতুন মেধা তালিকা আগামীকালের মধ্যে প্রকাশ করা হতে পারে। পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য বা ফার্মেসি কোর্সে ভর্তি হতে ইচ্ছুক সংরক্ষিত বিভাগের ছাত্রছাত্রীদের তাদের সার্টিফিকেটের ছবি অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ আপলোড করতে হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

জয়েন্ট এন্টার্ন্সের ফলাফল আগে ৭ আগস্ট ঘোষণা করার কথা ছিল। তবে, একদিন আগে, বিচারপতি কৌশিক চন্দ ফলাফলের বিষয়ে পূর্ববর্তী আদালতের আদেশ অনুসরণ না করার জন্য WBJEEB এর বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করেন। এরপর হাইকোর্ট জয়েন্ট বোর্ডকে পুরানো নীতি অনুসারে ৬৬টি OBC শ্রেণীর জন্য ৭% সংরক্ষণ সহ একটি নতুন মেধা তালিকা তৈরি করার নির্দেশ দেয়।

আরও পড়ুনঃ শিয়ালদা রানাঘাট এসি লোকালে উঠে প্যান্ট হয়ে যাচ্ছে হলুদ!গুরুতর অভিযোগ যাত্রীর

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, SC/ST/OBC শিক্ষার্থীদের ১৮ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে (রাত ১১:৫৯ পর্যন্ত) তাদের কাস্ট বা সম্প্রদায়ের বিবরণ লিখতে এবং তাদের শংসাপত্র আপলোড করতে বলা হয়েছিল। নতুন মেধা তালিকা প্রকাশিত হলে, ভর্তি প্রক্রিয়া চয়েস ফিলিং এবং চয়েস লকিং-এ চলে যাবে। যদিও সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে আগস্টের শেষের দিকে কাউন্সেলিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥