Indiahood-nabobarsho

শুনলই না হাইকোর্ট! SSC মামলায় স্বস্তিতে রাজ্য সরকার

Published on:

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ। আর সেই নির্দেশ বহাল রেখেই সুপ্রিম কোর্ট ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয়। রাতারাতি চাকরি চলে যায় সকলের। অনিশ্চিত হয়ে থাকে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। যার দরুন উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। অযোগ্য প্রার্থীদের জন্য যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাওয়ায় রীতিমত বিক্ষোভ শুরু হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সাময়িক স্বস্তি SSC-র

এদিকে SSC র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছিল, সেগুলি কেন কার্যকর করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে হাই কোর্টে আদালত অবমাননার মামলা করেছিল। মামলাকারীদের মূল দাবি ছিল, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কেন কোনো পদক্ষেপ করেনি এসএসসি বা স্কুল শিক্ষা দফতর। যদিও এসএসসি এবং শিক্ষা দফতরের তরফে শুরু থেকেই দাবি জানিয়েছিল এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে। তবে এবার এই মামলায় খানিক স্বস্তি পেল এসএসসি। মামলা শুনল না হাইকোর্ট।

রাজ্য এবং এসএসসি-র আদালত অবমাননা মামলায় প্রথম থেকেই এসএসসি এবং শিক্ষা দফতরের তরফে দাবি করা হয়েছিল যে, এই মামলার গ্রহণযোগ্যতা একদমই নেই। কারণ, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টেই একমাত্র বিচারাধীন। তাই মামলা করতে হলে সর্বোচ্চ আদালতে যেতে হবে মামলাকারীদের। কিন্তু সেই সময় মামলাকারীদের আইনজীবীর যুক্তি ছিল, আদালতের নিজস্ব ক্ষমতা রয়েছে আদালত অবমাননার মামলা শোনার। কিন্তু সেই যুক্তি মানল না আদালত। শেষমেশ আদালত অবমাননার মামলা শুনল না কলকাতা হাই কোর্ট।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সবুজ সঙ্কেত RBI-র, জাপানিদের হাতে যেতে চলেছে ভারতের অন্যতম ব্যাঙ্ক! আপনার টাকা আছে?

মামলা শুনল না হাইকোর্ট

সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবার, কলকাতা হাইকোর্টে এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা উঠেছিল। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই মামলা সম্পূর্ণ শোনার পরেই রাজ্য এবং এসএসসি- র দাবীকেই মান্যতা দেয়। শোনা হল না ২৬ হাজার চাকরি বাতিল মামলা। বদলে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, সুপ্রিম কোর্ট ওই মামলা শুনবে। এছাড়াও উচ্চ আদালতের তরফে জানানো হয়, চাকরি বাতিলে হাই কোর্টের রায়ে কিছু অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। আবার কিছু অংশ বহাল রাখা হয়েছে। তাই সেক্ষেত্রে আদালতের নির্দেশ কার্যকর হয়েছে কি না, সে সংক্রান্ত মামলা একমাত্র শীর্ষ আদালত শুনবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group