বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ইতিহাসে এটাই প্রথম! আর শোনা হবে না জনস্বার্থ মামলা! হাইকোর্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, জনস্বার্থ মামলা আর শুনবেন না প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তাহলে শুনবে কে? কার এজলাসে হবে জনস্বার্থ মামলার শুনানি? প্রাপ্ত তথ্য অনুযায়ী, 2021 সালের পর থেকে দায়ের হওয়া আর কোনও জনস্বার্থ মামলা শুনবেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবজ্ঞানম। তাহলে কি আগের সমস্ত জনস্বার্থে মামলার দায়ভার নিচ্ছেন তিনিই? একাধিক প্রশ্ন উঠছে নানা মহলে।
বড় সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
সাধারণ নিয়ম অনুযায়ী, কোন মামলার শুনানি আদালতের কোন বিচারপতির বেঞ্চ হবে তা ঠিক করেন প্রধান বিচারপতি। সেক্ষেত্রে প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলার শুনানি না হওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে হাইকোর্ট সূত্রে।
কলকাতা হাইকোর্টের বিজ্ঞপ্তিতে বলা আছে, 2021 সালের পর হওয়া কোনও জনস্বার্থ মামলার শুনানি হবে না প্রধান বিচারপতির হাত ধরে। সে ক্ষেত্রে 2021 সালের আগে দায়ের হওয়া সমস্ত জনস্বার্থ মামলা শুনবেন বিচারপতি শিবজ্ঞানম। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে বাকি জনস্বার্থ মামলাগুলি শুনবেন কে?
জনস্বার্থ মামলা শুনবেন অন্য বিচারপতি
আইন অনুযায়ী, যেকোনও জনস্বার্থ মামলা এবং বিচারপতিদের রস্টার ঠিক করে দেন প্রধান বিচারপতি। এক্ষেত্রে তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, আর নতুন করে কোনও জনস্বার্থ মামলা শুনবেন না। জানা যাচ্ছে, প্রধান বিচারপতি বড় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় 2021 সালের পর থেকে দায়ের হওয়া সমস্ত জনস্বার্থ মামলা উঠেছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।
হাইকোর্টের ইতিহাসে এই ঘটনা বেনজির!
কলকাতা হাইকোর্টের বাঘা আইনজীবীদের একাংশ মনে করছেন, জনস্বার্থ মামলার শুনানি সাধারণত প্রধান বিচারপতির এজলাসেই হয়ে থাকে। তবে, তিনি উপস্থিত না থাকলে তখন তা ঘুরে যায় অন্য বিচারপতির বেঞ্চে। কিন্তু এখানে প্রধান বিচারপতি সরাসরি জনস্বার্থ মামলা শুনতে চাইছেন না, এই ঘটনা কলকাতা হাইকোর্টের ইতিহাসে বিরল।
সেই সূত্র ধরেই বলে রাখি, জনস্বার্থ মামলা যে প্রধান বিচারপতিকেই শুনতে হবে তার কোনও বাধ্যবাধকতা নেই! তবে সাধারণ নিয়ম অনুযায়ী কলকাতা হাইকোর্টে ওঠা জনস্বার্থ মামলা প্রধান বিচারপতি শুনবেন এটাই স্বাভাবিক। তবে এবার থেকে তা হচ্ছে না!
পুলিশ সংক্রান্ত মামলাও শুনতে চাইছেন না প্রধান বিচারপতি
জানা যাচ্ছে, 2021 সালের পর থেকে দায়ের হওয়া জনস্বার্থে মামলা ছাড়াও পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মতো একাধিক অভিযোগ সমন্বিত মামলাতেও হ্যাঁ নেই বিচারপতি টিএস শিবজ্ঞানমের। সূত্রের খবর, ইতিমধ্যেই পুলিশ সংক্রান্ত মামলাগুলি অন্য বেঞ্চে পাঠিয়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেল, এবার থেকে এই ধরনের মামলা শুনবে বিচারপতি তপব্রোত চক্রবর্তীর বেঞ্চ।
অবশ্যই পড়ুন: আঙুলে সেলাই! যন্ত্রণা বেড়েছে রাহানের! রাজস্থানের ম্যাচে KKR-কে নেতৃত্ব দেবেন কে?
উল্লেখ্য, আচমকা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মত বদলে প্রশ্ন তুলছেন অনেকে। কেউ কেউ বলছেন, প্রধান বিচারপতি হওয়ার কারণেই পুলিশি মামলার মতো বিষয়গুলি অন্য বেঞ্চে পাঠাচ্ছেন তিনি! যদিও এ প্রসঙ্গে অভিজ্ঞ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, হয়তো তিনি পারছেন না। তাই মামলাগুলি অন্য বিচারপতিদের বেঞ্চে পাঠাচ্ছেন। এতে অবাক হওয়ার কিছু নেই। তবে এমন ঘটনা কলকাতা হাইকোর্টের ইতিহাসে শেষ কবে হয়েছিল আমার জানা নেই!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |