দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে বাড়ছে মেট্রো? মামলা উঠতেই যা বলল হাইকোর্ট

Published:

Calcutta High Court does not intervene in case demanding extension of metro from Dakshineswar to Kavi Subhash route
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রোর বাড়ানোর দাবি। রাত 9টা 40 মিনিটের পর কমপক্ষে 5 মিনিট অন্তর মেট্রো চালাতে হবে। এমন দাবি নিয়েই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মূলত যাত্রী সমস্যার কথা উল্লেখ করে 4টি মেট্রো বাড়ানোর দাবি জানিয়ে মামলা দায়ের করেছেন আবেদনকারীরা। তবে সেই মামলায় হস্তক্ষেপ করেনি উচ্চ আদালত।

মেট্রো বাড়ানোর দাবি জানিয়ে জনস্বার্থ মামাল

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে রাত 9 টা 40 মিনিটের পর পরবর্তী 1 ঘন্টার মধ্যে 5 মিনিট অন্তর অন্তত 4টি মেট্রো বাড়ানোর দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মূলত অধিক রাতে মেট্রোর নিত্যযাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই কলকাতা হাইকোর্টের দারস্ত হয়েছেন আবেদনকারীরা। আবেদনকারীদের অভিযোগ, রাত 9টা 40 মিনিটের পর এক ঘণ্টার মধ্যে মাত্র দুটি মেট্রো চালানো হচ্ছে। যার কারণে যথেষ্ট ভোগান্তি পোয়াতে হয় মেট্রো যাত্রীদের।

মেট্রো বাড়ানোর দাবি এড়িয়ে গেল আদালত!

মেট্রোর নিত্য যাত্রীদের সমস্যার কথা উল্লেখ করে অন্তত 4টি মেট্রোর দাবিকে সামনে রেখে কেন্দ্রের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী দাবি করেছেন, মেট্রোর সংখ্যা, কোচের সংখ্যা থেকে শুরু করে মেট্রো কর্মীদের শিফটিংয়ের সমস্যা জনিত বিষয়ে যে দাবি আবেদনকারীরা রেখেছেন তা এই মুহূর্তে মানা সম্ভব নয়।

এদিন আবেদনকারীদের দাবির নিয়ে অশোক চক্রবর্তীর এহেন বক্তব্য শোনার পরই মেট্রোর বিষয়ে হস্তক্ষেপই করতে চাননি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তবে কলকাতা মেট্রোর বিষয়ে সেভাবে হস্তক্ষেপ না করলেও যাত্রী সমস্যাকে সামনে রেখে কর্তৃপক্ষকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিচারপতি। বিচারপতি বলেছেন, এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ শেষ সিদ্ধান্ত নেবে।

অবশ্যই পড়ুন: ভারতের কাছে হেরেও মান বাঁচল পাকিস্তান, বাংলাদেশের

প্রসঙ্গত, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো রুটের শেষ মেট্রো রাত 9টা বেজে 40 মিনিটে। এরপর কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি স্পেশাল মেট্রো চালানো হয় রাত সাড়ে দশটা নাগাদ। ফলত, শেষ মেট্রোর 50 মিনিট পর স্পেশাল মেট্রো চালানোয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয় যাত্রীদের। কোনও ভাবে শেষ মেট্রো মিস হয়ে গেলে কমপক্ষে 50 মিনিট অপেক্ষা করে থাকতে হয় যাত্রীদের। আর এই সমস্যাকে সামনে রেখেই এবার গোটা বিষয়টি মেট্রো কর্তৃপক্ষকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join