Indiahood-nabobarsho

আরজি করের বিচার না মেলায় হাইকোর্টের অনুমতিতে ফের ‘রাত দখল’, কবে হচ্ছে?

Published on:

raat dokhol

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে কেটে গেল পাঁচ মাস। কিন্তু আরজি কর কাণ্ডে দ্বিতীয় বর্ষের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনও মেলেনি সুবিচার। তবে এবার আর চুপ করে বসে থাকতে পারছে না আন্দোলনকারীরা। তাইতো সুবিচারের দাবিতে ফের রাত দখলের কর্মসূচি নিতে চলেছে বাংলার মেয়েরা। ফিরে আসতে চলেছে গত বছরের সেই রাত দখলের স্মৃতি। তবে সেই মিছিলে এবার লাল সংকেত দিয়ে বাতিল করে পুলিশ। তাই বাধ্য হয়েই রাত দখল ঐক্য মঞ্চ মামলা করে হাইকোর্টে (Calcutta High Court)। গতকাল অর্থাৎ বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল সেই মামলার শুনানি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মিছিলের অনুমতি দিতে নারাজ পুলিশ!

এদিন আদালতে আবেদনকারীদের আইনজীবী শামিম আহমেদ জানান, আরজি করের ঘটনার পর প্রতিবাদের নানা রকমের পথ বেছে নিয়েছিল সাধারণ মানুষ। এদিকে আরজি কর কাণ্ডের পর এতদিন কেটে গেলেও বিচার পাওয়া যায়নি, তাই ফের প্রতিবাদ জানাতে পথে নামছেন বাংলার মেয়েরা। ১৬ জানুয়ারি একটি মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল পুলিশের কাছে। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি বলে দাবি করেন আইনজীবী।

পাল্টা অভিযোগ রাজ্যের আইনজীবীর!

আইনজীবীর অভিযোগ জয়েন্ট সিপি হেড কোয়ার্টারের কাছে আবেদন করা হয়েছিল ১৬ জানুয়ারি প্রতিবাদ মিছিলের জন্য। কিন্তু পুলিশ সেই প্রতিবাদ মিছিলের কোনও অনুমতি দেয়নি। তাই এবার বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ‘রাত দখল ঐক্যমঞ্চ’। পাল্টা দাবি রাজ্যের আইনজীবীর। রাজ্যের পক্ষে আইনজীবী জানান, ওয়েলিংটন মোড় থেকে রানী রাসমণি পর্যন্ত একটি মিছিল করতে পুলিশের কাছে অনলাইনে আবেদন করা হয়েছে। শুধু তাই নয় এরপর তাদের সারারাতের একটা কর্মসূচি রয়েছে। সেখান থেকে তারপর তাঁদের নবান্ন যাওয়ার কথা। কিন্তু নবান্ন অভিযানের কথা থাকলে, প্রশ্ন উঠছে তাহলে কেন হাওড়া পুলিশকে মামলায় যুক্ত করা হয়নি?”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ৬০০০ কোটি টাকার প্রতারণা! একযোগে বেহালা ও হাওড়ায় হানা ED-র, নজরে প্রভাবশালী

পাশাপাশি রাজ্যের আইনজীবীর অভিযোগ সেই মিছিলে কতজন সদস্য নবান্নে যাবেন এবং কতজন সদস্য অবস্থানে বসবেন, সেই বিষয়েও কিছু জানানো হয়নি পুলিশকে। এদিকে নবান্ন অভিযান বন্ধ করার জন্য একটি জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে, যা এই মুহূর্তে বিচারাধীন। এছাড়াও রাজ্য আইনজীবীর দাবি, রানী রাসমণিতে কোনও কর্মসূচি করতে গেলে সেনার অনুমতি নেওয়া প্রয়োজন, সেটা করা হয়নি। সেটাতো করা হয়নি উল্টে পুলিশকে শুধু আবেদন করা হয়েছে। দুই পক্ষের কথা এবং ব্যাখ্যা ভালো করে পর্যবেক্ষণ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং সেই মামলায় এবার এক বড় সিদ্ধান্ত নিলেন।

আন্দোলনকারীদের পক্ষ নিল আদালত

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ফের রাত দখলের কর্মসূচি নিয়ে করা মামলায় এবার আন্দোলনকারীদের পক্ষে রায় দিল। অর্থাৎ আজ, ১৬ জানুয়ারি কর্মসূচির অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং আদালতের তরফে বলা হয়েছে ওয়েলিংটন পার্ক থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করে যাওয়া যাবে এবং সেখানে রাতভর ধর্না কর্মসূচি পালন করতে পারবেন আন্দোলনকারীরা। এবং মিছিল শেষে পাঁচ সদস্যের প্রতিনিধি রাজ্যের কাছে স্মারকলিপিও জমা দিতে পারবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group