বিক্রম ব্যানার্জী, কলকাতা: নাগাল্যান্ডের লটারি সংস্থার লটারি কেটে দুবার কোটি টাকা জিতেছেন এক ব্যক্তি। তবে পুরস্কারের কানাকড়িও হাতে আসেনি তাঁর! এমন দাবি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন লটারি বিজেতা। আদালতে হাজির হতেই ওই ব্যক্তির অভিযোগ, দুবার লটারিতে কোটি টাকা জেতা সত্ত্বেও তাঁর প্রাপ্য অর্থ দিচ্ছে না নাগাল্যান্ডের লটারি সংস্থা।
মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ স্পষ্ট জানিয়ে দেন, এই মামলা কলকাতা হাইকোর্টের আওতার বাইরে। কাজেই যা করার করতে হবে গৌহাটি হাইকোর্টকের নাগাল্যান্ড বেঞ্চকেই। আর সেখানেই মামলা দায়ের করার উপদেশ দেওয়া হয় ওই ব্যক্তিকে!
লটারি বিজেতার বড় দাবি
আদালতের দ্বারস্থ হওয়া ওই সম্ভাব্য লটারি বিজেতা দাবি করেছেন, 2023 সালের মার্চ মাসে নাগাল্যান্ডের এক লটারি সংস্থার টিকিট কেটে কোটি টাকা জিতে ছিলেন তিনি। এরপর সুখবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে 25 মার্চ নাগাদ ফের আরও একটি লটারি কাটেন তিনি। তাতেও নাকি 1 কোটি টাকা জিতেছিলেন ওই ব্যক্তি।
মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, নাগাল্যান্ডে অবস্থিত লটারি সংস্থার কলকাতার অফিসে গিয়েও প্রাপ্য অর্থ পাননি ওই ব্যক্তি। আর এরপরই, নাগাল্যান্ডের ওই সংস্থা যাতে তাঁর সব অর্থ ফিরিয়ে দেয় সেই দাবি নিয়েই কলকাতা হাইকোর্টের কাছে আর্জি জানান তিনি। তবে শেষ পর্যন্ত কলকাতার আদালতে মিলল না কোনও সুরাহা। যদিও, প্রাপ্য অর্থ ফিরে পাওয়ার সমাধান সূত্র বাতলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ।
অবশ্যই পড়ুন: চিনের হাত ধরে ভারতকে উস্কানোর চেষ্টা? তিস্তা মাস্টার প্ল্যান চূড়ান্তের পথে বাংলাদেশ
প্রসঙ্গত, ব্যক্তির একাধিক দাবির মাঝেই তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়েছেন নাগাল্যান্ড সরকারের এক কৌঁসুলি। হাইকোর্টে শুনানি চলাকালীন তিনি দাবি করেন, বাঁকুড়ার বাসিন্দা ওই ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো লটারির টিকিট সংক্রান্ত ফৌজদারি মামলা দায়ের হয়েছে নাগাল্যান্ডে। অভিযোগ, ওই ব্যক্তি নাকি 65 লক্ষ টাকার বিনিময়ে একজনের কাছ থেকে ওই লটারির টিকিটগুলি কিনেছিলেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |