OBC ইস্যুতে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের

Published:

Calcutta High Court On OBC Issue
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলেজ হোক কিংবা বিশ্ববিদ্যালয়, ভর্তির ক্ষেত্রে OBC শংসাপত্র নিয়ে দীর্ঘদিন চলছিল জটিলতা। তবে অবশেষে OBC সংক্রান্ত মামলায় এবার বিরাট স্বস্তি পেল রাজ্য সরকার।

ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়ায় আপাতত হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। তবে উচ্চ আদালতের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, OBC বিষয়ক আবেদন পত্রে কোনও ভাবেই ক্যাটাগরি উল্লেখ করা যাবে না।

কলেজে ভর্তি নিয়ে OBC মামলায় বড় নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court On OBC Issue)

রাজ্যে দীর্ঘদিন ধরেই ছাত্র-ছাত্রীদের কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে মূলত OBC শংসাপত্র নিয়ে যথেষ্ঠ সমস্যায় পড়তে হচ্ছিল। আসলে OBC সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের পরও রাজ্যের কলেজগুলিতে ভর্তির অনলাইন পোর্টালে OBC A ও OBC B দুই ক্যাটাগরির উল্লেখ রয়েছে।

আর সেই অভিযোগেই আদালত অবমাননার মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। যারা আবেদন করেছিলেন এদিন আদালতে দাঁড়িয়ে তাদের বক্তব্য ছিল, আগেই আদালত পাঁচটি সরকারি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু তা সত্বেও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অনলাইন পোর্টালে OBC A ও OBC B ক্যাটাগরিতে আবেদন জমা পড়েছে।

আবেদনকারীদের এমন বক্তব্যের পরই কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কলেজে ভর্তির প্রক্রিয়াটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এই মুহূর্তে OBC ইস্যু নিয়ে আলোচনা হলেও ভর্তির প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত। এর পাশাপাশি, এদিন দুই বিচারপতির বেঞ্চ জানায়, এই মুহূর্তে OBC ক্যাটাগরিতে আর আবেদন নেওয়া হবে না। কিন্তু আগে যারা আবেদন করেছেন, তাঁদের আবেদন করতে দেওয়া হোক।

রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির বক্তব্য

এদিন আবেদনকারীদের প্রধান বক্তব্য শোনার পর বিচারপতি রাজাশেখর রাজ্যের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, OBC সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে এটাই আশা রাখব। কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ, সব ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের আদেশ মেনে কাজ হবে।

অবশ্যই পড়ুন: PAN কার্ড, ATM, ক্রেডিট কার্ড থেকে LPG! ১ জুলাই থেকেই বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম

উল্লেখ্য, বিচারপতিদের সমস্ত বক্তব্য শোনার পর রাজ্য পক্ষের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে এসএলপি জমা দিয়েছে। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে পোর্টাল প্রথম দিকে খোলা হয়েছিল আদালতের নির্দেশের পর তাতে একাধিক পরিবর্তন এসেছে। এই মুহূর্তে OBC A ও OBC B ক্যাটাগরির বিষয়টি বিশেষ বিবেচনা করা হচ্ছে না, আগামী দিনে সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করেই সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য।

পরবর্তীতে বিচারপতি রাজাশেখর মান্থা স্পষ্ট করে বলেন, 2010 সালের আগে যাঁরা OBC ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছিলেন তাদের আবেদন গ্রহণ করা হবে এটাই আশা রাখি। আগামী 4 জুলাই পরবর্তী শুনানি হওয়ার কথা, আর এই দিনের মধ্যেই রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join