Indiahood-nabobarsho

‘১৬ তারিখের মধ্যে…’ উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় SSC-কে ‘ডেডলাইন’ হাইকোর্টের

Published on:

Calcutta High Court on SSC Upper Primary Recruitment

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও সম্পূর্ণ না হওয়ায় ফের কলকাতা হাই কোর্টের তীব্র নিন্দার মুখে পড়লো স্কুল সার্ভিস কমিশন । আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ১৬ তারিখের মধ্যে বাকি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। বিচারপতিরা বলেন, “শিক্ষামন্ত্রী হোক বা রাজ্যের কেউ, যাকে বললেই সমস্যা সমাধান হবে, তাকে খুঁজে বের করুন।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন দেরি হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায়?

২০১৬ সালের ১৪,০৫২ জন উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। এর মধ্যে ১২,৪৮২ জনের নিয়োগ সম্পন্ন হলেও এখনও প্রায় ১,৪৮২ জন শিক্ষকের নিয়োগ বাকি রয়েছে। এই কারণে নতুন করে মামলা হয়। আদালত চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং শেষ করার নির্দেশ দিয়েও তা বাস্তবায়ন হয়নি। এসএসসি জানিয়েছে, শূন্যপদের সঙ্গে আবেদনকারীর সংখ্যা মিলছে না, তাই নিয়োগে সমস্যা হচ্ছে। এছাড়া লজিস্টিক ও নিরাপত্তা সমস্যার কথাও উল্লেখ করেছে তারা।

কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

আদালত এসব যুক্তি মানতে নারাজ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, ‘এটা রুটি-রুজির ব্যাপার। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাওয়ার পর বলছেন বুঝিনি! এতদিন পরও কাজ শেষ হয়নি, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। চেয়ারম্যানকে বলুন, বাড়িতে বসে ভাববেন না, দায়িত্ব নিয়ে কাজ করবেন।’ এখানেই শেষ নয়, বিচারপতিরা আরও বলেন, “রাজ্যের শিক্ষামন্ত্রী বা অন্য যাকে প্রয়োজন, তাকে জিজ্ঞেস করুন, কী করবেন। ১৬ তার মধ্যে সব কাজ শেষ করতে হবে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন পোস্ট তৈরি করার ক্ষমতা তাদের নেই আর শীর্ষ আদালতে মামলাও চলছে। তবে হাই কোর্টের নির্দেশের পর এবার নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার চাপ বাড়ল। তাই শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আগামী দিনগুলোতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটাই এখন দেখার বিষয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group