প্রীতি পোদ্দার, কলকাতা: জ্বালাপোড়া গরমে রীতিমত হাহাকার অবস্থা রাজ্য জুড়ে। দহনজ্বালা থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে সবে তো শুরু, এরপর ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বাড়বে জেলায়-জেলায়। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আরও খারাপ অবস্থা। দক্ষিণবঙ্গে বৃষ্টি-সুখের সম্ভাবনা আপাতত এখনই নেই। এই অবস্থায় গরমের হাত থেকে রেহাই পেতে বড় পদক্ষেপ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট।
আবেদন পত্র পাঠানো হয় আইনজীবীদের তরফ থেকে!
বর্তমান পরিস্থিতিতে অত্যাধিক গরমের কারণে আইনজীবীদের গাউন পরা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা রকমের সমালোচনা চলছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এমনকি হাই কোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন বার লাইব্রেরি ক্লাব, বার অ্যাসোসিয়েশন এবং ইনকর্পোরেটেড ল সোসাইটি অফ কলকাতা গত ১০ এপ্রিল এই গাউন পড়ার বিষয়টি ঐচ্ছিক করতে চিঠি দিয়ে হাইকোর্ট প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল। চিঠিতে জানানো হয়েছিল যে, “ডাক্তাররা সতর্ক করেছেন যে অতিরিক্ত ঘামের ফলে বিভিন্ন সমস্যা হতে পারে, যা থেকে গুরুতর হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে। এবং এই গরম অসহনীয়।” অবশেষে সেই আবেদনে সাড়া দিল কলকাতার হাইকোর্ট।
বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের!
সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার, আইনজীবিদের আবেদনের ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে উচ্চ আদালত। যেখানে বলা হয়েছে আজ অর্থাৎ বুধবার থেকে বর্তমানে গরমের আবহাওয়ার পরিস্থিতির জন্য আগামী ৯ জুন পর্যন্ত কলকাতা হাইকোর্ট, হাইকোর্টের সার্কিট বেঞ্চ সহ অন্যান্য আদালতের আইনজীবীদের গাউন পরা ঐচ্ছিক করা হয়েছে। অর্থাৎ কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের আদালতগুলোতে কালো কোটের সঙ্গে ‘গাউন’ পরা বাধ্যতামূলক নয়। হাইকোর্টের এই সিদ্ধান্তে রীতিমত আনন্দের ঝড় বয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ হঠাৎ কেন এমন দুরবস্থা হল KKR-র? কারণ জানলে রাগ হবে
তবে কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্ত অনেকের কাছে বোধগম্য হয় ওঠেনি। কারণ অনেকের কাছে বেশি গরমের পোশাক ছিল এই কালো কোট। এবিষয়ে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী মুকুল বিশ্বাস জানিয়েছেন, “গাউনের থেকে বেশি গরম অনুভূত হয় কালো কোট নিয়ে। কারণ গাউন পাতলা হয়। কিন্তু নীচের কালো কোট হয় মোটা এবং ভারী। গরমে কালো কোটটা খুলে বরং গাউন পড়া বেশি সুবিধাজনক। সেক্ষেত্রে আবেদন করা উচিত ছিল কালো কোটটা নিয়ে।” এদিকে গত সপ্তাহে কালবৈশাখীর সাক্ষী ছিল দক্ষিণবঙ্গ। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী হয়েছিল। কিন্তু গত সোমবার থেকে আবহাওয়ায় আমূল বদল ঘটেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |