বিক্রম ব্যানার্জী, কলকাতা: বালুরঘাট-হিলি রেল প্রকল্পের সাফল্য কত দূর? দীর্ঘ অপেক্ষার পরও বাস্তবায়ন ঘটেনি এই প্রকল্পের। মূলত সেই কারণেই এবার, বালুরঘাট-হিলি রেল প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের কাছেই রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
সূত্রের খবর, হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানি পর্ব চলাকালীন দু পক্ষের তরফেই রেল প্রকল্প নিয়ে রিপোর্ট জমা পড়ে আদালতে। এবার সেই রিপোর্ট খতিয়ে দেখেই রাজ্য এবং কেন্দ্র দুপক্ষকেই পুনরায় রিপোর্ট জমা দেওয়ার সময় বেঁধে দিল উচ্চ আদালত।
আদালতে রাজ্য সরকারের বক্তব্য
বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানায়, গত জুন মাসের 18 তারিখ পর্যন্ত 386 একরেরও বেশি জমি অধিগ্রহণ করে তার একটা বড় অংশ রেলের হাতে তুলে প্রক্রিয়া চলছে। তবে রেল প্রকল্প নিয়ে বেশ কিছু সমস্যার কথাও আদালতকে জানায় রাজ্য সরকার।
এদিন রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়নের জন্য মূলত দুটি ধাপে জমি অধিগ্রহণের কাজ হয়েছে। প্রথম পর্বে, 169.89 একর জমি এবং পরবর্তী ধাপে 216.52 একর জমি ইতিমধ্যেই অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে সেই জমি রেলের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
এছাড়াও রাজ্যের তরফে আদালতে যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্ট অনুযায়ী, বালুরঘাট-হিলি রেল প্রকল্পের অধীনে যে 9টি সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার মধ্যে 4টি সেতুর কাজ সম্পন্ন হয়েছে। রাজ্য জানায়, আরও 4টি সেতুর কাজ চলছে জোর কদমে। সব মিলিয়ে, রাজ্যের তরফে প্রকল্প বাস্তবায়নের পুরোদস্তুর চেষ্টা করা হচ্ছে বলেই সূত্রের খবর।
অবশ্যই পড়ুন: গতি 1.02 Pbps! ইন্টারনেটে বিশ্ব রেকর্ড গড়ল জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড হবে Netflix-র সব ভিডিও
ফের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
বলে রাখি, প্রথমবারের মতো 2022 সালে রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে পরবর্তীতে মামলাকারী পেশায় শিক্ষক বীরেন্দ্রনাথ মাহাতোর আইনজীবী দাবি করেছিলেন, 2023 সালে জমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ হয়েছিল জেলা প্রশাসনের কাছে। কিন্তু তাতে লাভের লাভ হয়নি। একাধিক সমস্যায় জড়িয়ে শেষ পর্যন্ত বাস্তবায়নের মুখ থেকে ফিরে আসে প্রকল্পটি!
এবার সেই প্রকল্পের অগ্রগতি কতদূর তা জানতে চেয়ে, আগামী 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় রেল মন্ত্রক ও রাজ্য সরকারকে সর্বশেষ বিস্তারিত রিপোর্ট পেশ করতে বলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |