Indiahood-nabobarsho

সুপার নিউমেরারি পোস্ট নিয়ে রাজ্য সরকারকে বিশেষ নির্দেশ হাইকোর্টের

Published on:

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর ২২ এপ্রিল এসএসসি- র ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাদ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ মানেনি রাজ্য সরকার। তাই কালক্ষেপ না করে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। তবে সেই মামলায় সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের রায়ে স্থগিতাদেশ দিলে সম্প্রতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না হাইকোর্টের নির্দেশ বহাল রাখে। বাতিল করে দেয় ২৬ হাজার চাকরি। আর তাতেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এবং প্রশ্নের মুখে পড়ে রাজ্যের সুপার নিউমেরারি পোস্ট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গত বছরের ২২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ একদল চাকরিপ্রার্থীর আবেদনে সাড়া দিয়ে রাজ্যের নেওয়া সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছিল। পরে ওই সিদ্ধান্ত নেওয়ায় মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছিল, এমনকি প্রয়োজনে সিবিআই তাঁদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানায়। কিন্তু পরে সেই মামলা গিয়ে ওঠে সুপ্রিম কোর্টে। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজ করে দিয়েছে। এবং সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। আর এই আবহে এবার সুপার নিউমেরারি পোস্ট তৈরি করার আর্জি জানাল হাইকোর্ট।

সুপার নিউমেরারি পোস্ট নিয়ে আর্জি হাইকোর্টে

সূত্রের খবর, গতকাল অর্থাৎ শুক্রবার, বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে রাজ্য সরকারের আইনজীবি জানায়, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে মামলায় অন্তর্বতী স্থগিতাদেশ থাকায় এইমুহুর্তে নিয়োগ সম্ভব হচ্ছে না। তাই রাজ্যের তরফে দাবি করা হয়েছে, হাইকোর্ট ২০২৩-এর ১৮ এপ্রিল যে নির্দেশ দিয়েছিল, তা যদি প্রত্যাহার করা হয় তাহলে রাজ্য নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। আর সেই আর্জির পাল্টা জবাবে বিচারপতি বসু জানতে চান, আপনারা কি আজ এই মুহূর্তে চাকরি দিতে প্রস্তুত? সুপ্রিম কোর্টেই বা রাজ্যের কী বক্তব্য ছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ মাধ্যমিক শিক্ষকদের ৮০০০ টাকা বেতন বৃদ্ধি

লিখিত আবেদনের নির্দেশ বিচারপতির

এরপরেই বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীকে মৌখিক আর্জির বদলে লিখিত আবেদন করার নির্দেশ দেন। যদিও এদিন রাজ্য সরকারের আইনজীবি জানিয়েছেন যে, তাঁরা এই বিষয়ে হলফনামা জমা দেবে। তখনই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যের বক্তব্য জানতে চায় বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। জানা গিয়েছে আগামী ৬ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group