‘উৎসশ্রী’ পোর্টাল নিয়ে এবার জবাব চাইল হাইকোর্ট! সময় বেঁধে দেওয়া হল পশিমবঙ্গ সরকারকে

Published on:

calcutta high court

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছর শুরু হলেও পুরোনো বছরের জং ধরা সমস্যাগুলি কিছুতেই মেটাতে পারছে না পশ্চিমবঙ্গ সরকার। যার মধ্যে অন্যতম সমস্যা হল উৎসশ্রী পোর্টাল। আসলে শিক্ষক এবং শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার এই উৎসশ্রী পোর্টাল চালু করেছিল।

WhatsApp Community Join Now

কিন্তু শিক্ষা দফতরের নির্দেশে কিছু পরিকাঠামোগত সমস্যার কারণে এখন বন্ধ করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের বদলি বিষয়ক এই পোর্টাল। যার ফলে ইতিমধ্যে যাঁরা আবেদন করেছেন তাঁরা পড়েছেন বেজায় সমস্যায়। দীর্ঘদিন ধরে শিক্ষকেরা আবেদনের কোনও সাড়া পাচ্ছেন না দেখে একাধিক শিক্ষক–শিক্ষিকারা অভিযোগ তোলে হাইকোর্টে। আর তার নিরিখেই এবার রিপোর্ট দেখতে চাইল আদালত।

উৎসশ্রী পোর্টাল নিয়ে এবার মামলা উঠল হাইকোর্টে!

২০২২ সালে অপরূপা পাঠক নামে এক শিক্ষিকা কর্মস্থান বদল চেয়ে উৎসশ্রী পোর্টালে আবেদন জানান। বর্তমানে তিনি নদিয়ার জামশেরপুরে কর্মরত। কিন্তু তিনি উত্তর ২৪ পরগনায় বদলি নিয়ে যেতে চান। তবে আড়াই বছর কেটে গেলেও সেই আবেদনের কোনো জবাব পাওয়া যায়নি। যার জন্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন ওই শিক্ষিকা। তাঁর অভিযোগ, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর থেকে উৎসশ্রী পোর্টালে আবেদন আবেদন করছেন। কিন্তু পোর্টাল সাসপেন্ড করে রেখেছে রাজ্য। যার জেরে এবার কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল।

রাজ্য সরকারের অবস্থান চেয়ে রিপোর্ট পেশের নির্দেশ

সূত্রের খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের কাছে জানতে চান যে এইমুহুর্তে উৎসশ্রী পোর্টালের বর্তমান অবস্থা কী। এই পোর্টাল নিয়ে কী ভাবছে রাজ্য? কারণ এই পোর্টালে আবেদন করে দীর্ঘদিন কোনও সাড়া পাচ্ছেন না শিক্ষক–শিক্ষিকারা। তাই এই বিষয়ে আদালত রাজ্য সরকারকে সঠিক রিপোর্ট পেশ করার সময়সীমা বেঁধে দিয়েছে। বলা হয়েছে আগামী ২১ জানুয়ারির মধ্যে আদালতকে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে রাজ্যকে। জানা গিয়েছে এইমুহুর্তে এই পোর্টাল বিষয়ে রাজ্যের অবস্থান জানতে পারলে এই মামলার পরবর্তী নির্দেশ দিতে সুবিধা হবে বলে জানিয়েছে আদালত।

সঙ্গে থাকুন ➥
X