প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েক বছর ধরে কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় পাঁচতলা বেআইনি নির্মাণ নিয়ে একাধিক সমস্যা হয়েই চলেছে। এমনকি ২০২৩ সালে এই বেআইনি নির্মাণ নিয়ে মামলাও ওঠে হাইকোর্টে (Calcutta High Court)। অভিযোগ ছিল নারকেলডাঙা থানা এলাকার ছামরু সিং লেনের ১৪/এইচ/১ নম্বর ঠিকানার অবস্থিত ওই নির্মাণটি পুরোপুরি বেআইনি। যদিও কলকাতা পুরসভাও এই নির্মাণকে বেআইনি ঘোষণা করেছিল এবং ২০১৭ সালেই নির্মাণকারীকে ৪০১ ধারায় নোটিস জারি করেছিল।
আইনি নির্দেশ পেয়েও চুপ পুরসভা
তবে শুধু নির্মানকারীকে নোটিস ধরানো নয়, সেই সময় কলকাতা পুরসভা নারকেলডাঙা থানায় নির্মাণকারীর বিরুদ্ধে একটি FIRও দায়ের করেছিল। এরপর সেই মামলাটি বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে ওঠে। সেই সময় তিনি পুরসভার বক্তব্য শোনার পর ২০২৩ সালের ৩ অক্টোবর নারকেলডাঙা থানাকে ওই বেআইনি নির্মাণ খালি করার নির্দেশ দেয়। এবং নির্মাণটি পুরোপুরি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় পুরসভাকে। কিন্তু সেই নির্দেশ কার্যকর করেনি পুরসভা এবং পুলিশ।
ক্ষুব্ধ বিচারপতি
জানা গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পর বহুদিন কেটে গেলেও তা কার্যকর করতে পারেনি কলকাতা পুরসভা। যার দরুন এবার পুরসভার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। সেই মামলায় পুরসভা জানিয়েছে যে পুলিশ ওই নির্মাণ খলি করতে পারছে না। লোকজন নিয়ে গিয়েও বাসিন্দাদের প্রতিরোধের মুখে পড়ে পুরসভাকে ফিরে আসতে হয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি। তাই এবার পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতেই এক বড় হুঁশিয়ারি দিল হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের ঝটকা, ফের বাড়ল সোনার দাম! কত করে রুপো? দেখুন আজকের রেট
এদিন বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেয় যে, এটাই শেষ সুযোগ। কলকাতা পুলিশ না পারলে এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওই বিল্ডিং খালি করার নির্দেশ দেবে আদালত। এবং পুলিশকে এটাই শেষ সুযোগ দেওয়া হবে। অর্থাৎ রাজ্য পুলিশের নির্দেশ পালন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যার দরুন এবার হাইকোর্টের বিচারপতি কেন্দ্রীয় বাহিনীর ওপর এই দায়িত্ব অর্পণের সুযোগ করে দিল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |