এশিয়ার মধ্যে IIT খড়গপুরের থেকেও এগিয়ে কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়! দেখে নিন কে কোন স্থানে

Published on:

jadavpur university

শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে প্রকাশ্যে এল সেই তালিকা যা জানার জন্য সারাবছর সকলেই মুখিয়ে থাকেন। বিশেষ করে বাংলার মানুষ। আসলে QS Asia Rankings 2025 প্রকাশিত হয়েছে। সেখানে এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছেন সকলে। এই তালিকায় আবার নাম তুলতে সক্ষম হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, খড়্গপুর আইআইটির মতো সংস্থা। আর এই সংস্থাগুলি কত নম্বর স্থান অধিকার করেছে তাই জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

প্রকাশ্যে QS Asia Rankings 2025 তালিকা

WhatsApp Community Join Now

QS Asia Rankings 2025 -এ ভারতের মোট ২২টি বিশ্ববিদ্যালয় ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। ছয়টি ভারতীয় প্রতিষ্ঠান এশিয়ার শীর্ষ ১০০ টি প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে। দক্ষিণ এশিয়ার র‍্যাঙ্কিংইয়ে আইআইটি বম্বেকে টপকে প্রথম স্থান অর্জন করেছে আইআইটি দিল্লি। অন্যদিকে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, দিল্লি (আইআইটিডি) এশিয়ায় ৪৪তম স্থান অর্জন করেছে। এর পরেই ৪৮তম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে (আইআইটিবি) এবং ৫৬ তম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ (আইআইটিএম)।

কলকাতা, যাদবপুরপুর বিশ্ববিদ্যালয়ের স্থান কততে?

তালিকা অনুযায়ী, কলকাতা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটগুলির মধ্যে ১৮৭ স্থান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ২২৮তম স্থান অর্জন করেছে। এদিকে দক্ষিণ এশিয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে CU ৩১তম এবং JU ৪১ তম স্থান অর্জন করেছে। আইআইটি-খড়গপুর আবার ৫৯  তম স্থান অর্জন করেছে। আইআইটি-খড়গপুরের সামগ্রিক ৬৮. ৮ হাসিল করে বিশ্বের শীর্ষ ১০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করেছে। ইনস্টিটিউটটি ‘পেপারস পার ফ্যাকাল্টি’ তে ১০০ এর মধ্যে ৯৪. ৮ স্কোর করেছে। ‘ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক’-এ, এটি ১০০ এর মধ্যে ৯৩. ৫ স্কোর করেছে, ‘একাডেমিক খ্যাতি’ এবং ‘নিয়োগকর্তা খ্যাতি’ এর জন্য যথাক্রমে ৮০. ৩ এবং ৮৯. ৫ পেয়েছে। এক আধিকারিক বলেন, “আইআইটি খড়গপুর ভারতে শিক্ষার উৎকর্ষের আন্তর্জাতিক মান দেওয়ার সংকল্পকে সমর্থন করেছে।”

যাইহোক, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্থান ৪৫১ থেকে ৪৬০ এবং বিশ্বভারতী ৮০১ থেকে ৮৫০ এর মধ্যে স্থান পেয়েছে।

সঙ্গে থাকুন ➥
X