১৯ নম্বর জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে

Published on:

Durgapur

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ দুপুরে দুর্গাপুরে (Durgapur) ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। হ্যাঁ, দুর্গাপুরের কাদারোড সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে এক চলন্ত চার চাকার গাড়িতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠল। ফলে মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায় এবং জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, গাড়িটি দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। গাড়ির মালিক সেটিকে সার্ভিসিং করাতেই নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই মাঝ রাস্তায় গাড়ির ভিতর থেকে আগুন বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুনের ঝলকানি বেড়ে যায় এবং গোটা গাড়িটি ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং দুর্গাপুর থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। সেই সঙ্গে ট্রাফিক গার্ডের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আবারো যান চলাচল স্বাভাবিক হয়।

তবে সবথেকে বড় ব্যাপার, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনোরকম হতাহতের ঘটনা ঘটেনি। উপরুক্ত গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিক ঘটনায় বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ ‘কাঠের মালা পরে চলে আসেন ভাতা নিতে!’ SC, নমশূদ্র মহিলাদের বললেন মহুয়া

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছিল কোনো শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। গাড়িটি সার্ভিসিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আগুনের তীব্রতা খুব বেশি থাকলেও আমরা সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণ করতে পেরেছি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥