সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে 26 হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়ে পথে বসেছিল। হ্যাঁ, 2016 সালের এসএসসি প্যানেল সুপ্রিম কোর্ট এক ধাক্কায় পুরো বাতিল (SSC Scam) করে দেয়। আর এবার সেই দাবি আরো জোড়ালো হলো। কারণ চাকরি হারানোর যন্ত্রণাকে বুকে নিয়ে এবার বিরাট পদক্ষেপের পথে হাঁটল এসএসসি কেলেঙ্কারির ভুক্তভোগী প্রার্থীরা।
সূত্রের খবর, ফের তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। আর তাদের দাবি – OMR শিটের মিরর ইমেজের কপি প্রকাশ। হ্যাঁ, একই সঙ্গে অযোগ্যদের বরখাস্তের দাবিতেও মামলা দায়ের করা হয়েছে। এমনকি শনিবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে আইনি আলোচনার পর রবিবার তারা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছেও যান বলে খবর।
সুপ্রিম কোর্টের পথে দুই সদস্যের দল
প্রসঙ্গত, আজ সকালে দুই সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর তাদের একটাই উদ্দেশ্য – সিবিআই যে গাজিয়াবাদ থেকে উদ্ধার করা OMR শিটের সফট কপি পেয়েছিল, সেই কপি প্রকাশ্যে আনতে হবে। চাকরি হারানো শিক্ষকরা দাবি তুলছেন, হাইকোর্টের নির্দেশনাতে OMR শিট প্রকাশের কথা বলা ছিল। কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি।
এই প্রসঙ্গে এক চাকরিহারা শিক্ষক বলেছেন, সিবিআই OMR সিটের কপির হার্ডডিস্ক উদ্ধার করেছিল। সেটাকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি কোর্টের নির্দেশে স্পষ্টভাবেই উল্লেখ রয়েছে। আর সেই OMR শিটগুলি প্রকাশ্যে আনা হাইকোর্টের অর্ডারেও ছিল। এমনকি আমাদের দাবি ছিল, OMR শিট প্রকাশ করা হোক। আর সেই দাবি আমরা চালিয়ে যাব, যতদিন এই OMR শিট প্রকাশ না করা হচ্ছে।
আরও পড়ুনঃ মাত্র ৬০০০ টাকায় শুরু করুন ভেন্ডি চাষ, মোটা আয়ে হয়ে যাবেন লাখপতি
চিন্ময় মন্ডলকে পুলিশের তলব
এদিকে এই প্রতিবাদের আগুনে আজ নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ চিন্ময় মন্ডলকে বিধাননগর উত্তর থানায় আজ হাজিরা দিতে বলেছিল পুলিশ। এমনকি আজ বিকেল 4 টেই তাকে বিধাননগর কমিশনারেট গোয়েন্দা বিভাগে উপস্থিত থাকতেও বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, হাজিরা না দিলে আইনত পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত এর আগে আন্দোলনের জেরে শিক্ষক নেতা মেহবুব মন্ডলসহ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। আর সেই তালিকায় এবার চিন্ময় মন্ডলের নাম যুক্ত হয়েছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |