CBI-র মামলায় সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি পেলেন রাজীব কুমার, ২ মাস পর ফের শুনানি

Published:

Rajeev Kumar
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু বছরের অপেক্ষার পর অবশেষে স্বস্তি! সারদা কাণ্ড মামলায় বড় স্বস্তি পেলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার (Rajeev Kumar)। তাঁর বিরুদ্ধে করা সিবিআইয়ের আবেদন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। তবে ৮ সপ্তাহ পরে রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার আর্জি শোনা হবে বলে আজ অর্থাৎ শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত।

মামলার গ্রহণযোগ্যতা নিয়ে ওঠে প্রশ্ন

উল্লেখ্য ২০১৯ সালে রাজীব কুমারকে সারদা কাণ্ডে সিবিআই মামলায় আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে সিবিআই। ওই বছরের ২৫ এবং ২৯ নভেম্বর মামলাটি শোনে আদালত। দ্বিতীয় শুনানির দিন রাজীবকে নোটিস জারি করা হয়। সে বছর ২০ ডিসেম্বর শীর্ষ আদালতের নোটিস পান রাজীব। এর পরে এই মামলা সংক্রান্ত বিষয়ে কয়েকটি আবেদন জমা পড়ে আদালতে। যদিও শুনানির কোনও অগ্রগতি দেখা যায়নি। এদিকে ৬ বছর পরে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েও ওঠে প্রশ্ন।

সিবিআইয়ের আবেদন বাতিল

রাজীব কুমারের বিরুদ্ধে করা সিবিআইয়ের পুরনো মামলা গত সোমবারই সুপ্রিম কোর্ট খারিজ করে দিতে চেয়েছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অনুরোধ করেছিলেন যে রাজীব কুমারের মামলার সঙ্গে সিবিআই-তদন্তে বাধা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি একসঙ্গে হোক। এবার তাই হল। আজ অর্থাৎ শুক্রবার প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে রাজীব কুমারের মামলার শুনানি ওঠে। সেখানেই সিবিআইয়ের আবেদন বাতিল করে রাজীবের আগাম জামিন বহাল রাখল শীর্ষ আদালত। ফলে আপাতত স্বস্তি পেলেন ডিজিপি।

বড় স্বস্তি রাজীবের

তবে রাজীব কুমারের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা চলছিল, তা বাতিল হয়নি। আট সপ্তাহ পরে সেই মামলা আবার শুনবে শীর্ষ আদালত। এই প্রসঙ্গে তাঁর আইনজীবী বলেন, বিপরীত পক্ষ আদালতে বোঝানোর চেষ্টা করেছিল যে রাজীব কুমার, রাজ্য সরকার সব লুটেপুটে খেয়েছে। কিন্তু আসল ব্যাপার কী, তা আদালতের প্রমাণ হয়ে গেছে। অন্যদিকে পাল্টা এই প্রসঙ্গে সলিসিটর জেনারেল জানিয়েছেন, ‘‘এটা গুরুত্বপূর্ণ বিষয়। সিবিআইয়ের অফিসারদের হেনস্থা করা হয়েছিল। মহিলা অফিসারদেরও ছাড়া হয়নি। আমি কারও নাম নিচ্ছি না। তবে মিস্টার রাজীব, তাঁকে সকলে বাঁচাতে চাইছে। মুখ্যমন্ত্রী কী করেছিলেন, সকলেই জানে।’’

আরও পড়ুন: SSC-র ১০ নম্বর নিয়ে হাইকোর্টে নয়া বিতর্ক! মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি কল্যাণের

প্রসঙ্গত, সারদা চিটফান্ড মামলায় প্রথম তদন্ত শুরু করেছিল রাজ্য সরকার। সেই সময় যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় তার প্রধান ছিলেন রাজীব কুমার। পরে মামলার অগ্রগতির জন্য আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। সেই সময়ই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছিল যে, রাজীব কুমার সঠিকভাবে তাঁদের সহযোগিতা করছেন না। তদন্ত সংক্রান্ত বেশ কিছু তথ্য লুকিয়ে যাচ্ছেন। সেই প্রেক্ষিতেই রাজীব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করার ভাবনা নিয়েছিল সিবিআই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join