প্রাথমিক নিয়োগ মামলায় ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে চার্জশিট CBI-র, সঙ্গী আরও দুই, কারা তাঁরা?

Published on:

Sujay Krishna Bhadra

প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় দুই বছর আগে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। দীর্ঘ দিন তিনি প্রেসিডেন্সি জেলে ছিলেন। পরে একই মামলায় তাঁকে সিবিআই গ্রেফতার করে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ‘কাকু’ আদালতে সশরীরে হাজিরা দিতে পারছিলেন না। স্বাস্থ্যের দিক থেকে তো বটেই, মানসিক ভাবে নাকি বেশ ধুঁকছিলেন প্রাথমিক নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র। এই গ্রেফতারির টানাপোড়েনের মধ্যে দিয়ে অবশেষে ইডির মামলা থেকে মুক্ত পেয়েছিলেন তিনি (Sujay Krishna Bhadra)। কিন্তু ED র হাত থেকে রেহাই পেতে ফের CBI এর জালে ফাঁসলেন কালীঘাটের কাকু।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, ED র হাত থেকে ছাড়া পেলেও CBI এর হাতে গ্রেফতার হওয়ায় বেশ ভেঙে পড়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাই শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতে সশরীরে হাজিরা দিতে পারছিলেন না। ফলে CBI ধৈর্য ধরে রাখতে হয়েছিল। আদালতে তারা জানিয়েছিল, ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা প্রয়োজন। সেই কারণেই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করতে চায় সিবিআই। কিন্তু দীর্ঘদিন সেই প্রক্রিয়া ঝুলে থাকার পর অবশেষে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। গত মঙ্গলবার আদালত থেকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhadra)। আর এই আবহে আজ অর্থাৎ শুক্রবার তাঁর বিরুদ্ধে প্রাথমিক মামলার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা CBI।

চার্জশিট জমা দিল CBI!

জানা গিয়েছে গত ১১ ফেব্রুয়ারি অসুস্থতা কাটিয়ে ‘কাকু’ বিচার ভবনে হাজিরা দিয়েছিলেন। সে দিনই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। এরপর গত ১৯ ফেব্রুয়ারি বিচার ভবন থেকে ‘কালীঘাটের কাকু’র চূড়ান্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। ইডির মামলা থেকে আগেই তিনি জামিন পেয়েছিলেন। কয়েকটি শর্ত এর পরিপ্রেক্ষিতেই তাঁর জামিন হয়। আর সেই জামিনের কয়েক দিন কাটতে না কাটতেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিল CBI। আর এই মামলায় অন্যতম অভিযুক্ত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বলছেন কুণাল ঘোষ?

শুধু তাই নয়, রয়েছে অরুণ হাজরার নামও উঠে আসে চার্জশিটে। উল্লেখযোগ্য বিষয় হল অরুণ হাজরা বর্তমানে এক বিজেপি নেতা। আগে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। অভিযোগ, তাঁর সুপারিশে নাকি সুজয়কৃষ্ণ ভদ্রের দ্বারা চাকরি হয়েছে কিছু প্রার্থীর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল নেতা কুণাল ঘোষ এর সঙ্গে কথা বললে তিনি জানান, “অরুণ ওরফে চিনু হাজরাকে আমরা চিনি। একসময়ে কংগ্রেস করতেন, পরে তৃণমূল করেছেন কিছু দিন। লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যান। তবে চার্জশিটের বিষয়ে আমি কিছু জানি না। ওখানে যাঁর নাম আছে, তিনিই এই অরুণ কি না, তাহলে বিজেপিকে এর জবাব দিতে হবে।’’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group