শ্বেতা মিত্র, কলকাতাঃ এসএসসি দুর্নীতিকাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পাচ্ছে ইডি থেকে শুরু করে সিবিআই। বিগত দু বছরেরও বেশি সময় ধরে এই দুর্নীতি কাণ্ডে একের পর এক হেভিওয়েট থেকে শুরু করে বহু মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি। তবে এবার সিবিআই এর তরফে নতুন করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি বিশেষ আরজি জানানো হলো। আর এই বিশেষ আর্জির খবর শুনে চমকে গিয়েছেন সকলেই। মূলত এসএসসিতে নিয়োগ দুর্নীতর তদন্তের জন্য গঠিত হওয়া সিট-এ বদল করার দাবি জানালো সিবিআই। হ্যাঁ ঠিকই শুনেছেন। মূলত সিনিয়র আধিকারিককে সরানোর দাবি জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তৈরী হয়েছে জলঘোলা।
হাইকোর্টের দ্বারস্থ CBI
এখন নিশ্চয়ই ভাবছেন যে হঠাৎ কী হল? আর কাকেই বা সরানোর আর্জি জানিয়েছে সিবিআই? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর। জানা গিয়েছে, সিটের মাথা থেকে এসপি কল্যাণ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে নাকি সিবিআই। সিবিআই শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে স্কুলের জন্য বহু কোটি টাকার চাকরি মামলার তদন্তকারী বিশেষ তদন্তকারী দলের (SIT) বর্তমান প্রধানকে সরানোর অনুমতি চেয়েছে।
CBI -এর বিশেষ দাবি
যেহেতু স্কুলের চাকরি মামলায় সিবিআই তদন্ত আদালত নির্দেশিত এবং আদালতের নজরদারিতে হয়, তাই সংশ্লিষ্ট তদন্তকারী দলের কোনও সদস্যের পরিবর্তনের জন্য আদালতের অনুমোদন প্রয়োজন। তবে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ এই আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে এবং পরিবর্তে কেন্দ্রীয় সংস্থার আইনজীবীকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে, যেহেতু বিষয়টি সেখানে বিচারাধীন রয়েছে।
বর্তমানে SSC মামলার তদন্তকারী সিটের নেতৃত্বে রয়েছেন সুপারিনটেনডেন্ট পদমর্যাদার অফিসার কল্যাণ ভট্টাচার্য। এর আগে চলতি বছরের মে মাসে ধরমবীর সিংয়ের স্থলাভিষিক্ত হন কল্যাণ ভট্টাচার্য, তারপরেও আদালতের অনুমতি নিয়ে বদলি করা হয়েছিল। সিবিআইয়ের দাবি, কল্যাণ ভট্টাচার্য যেহেতু আগামী বছর অবসর নেবেন। তার আগে তাঁকে দিল্লিতে বদলি করা হয়েছে। তিনি সেখানেই কাজ করতে চান। তাঁর পরিবার সেখানে রয়েছে। তাই নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত সিটের পুনর্গঠন করা হোক। কল্যাণের জায়গায় সিটের মাথায় আনা হোক অংশুমান সাহাকে। অংশুমান এখন সিটের অন্যতম সদস্য হিসাবে কাজ করছেন। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা এই মামলার শুনানি না করায় সিবিআইয়ের কাছে অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনও উপায় নেই।