নতুন তিন বিচারপতি পেল হাইকোর্ট, কারা তাঁরা?

Published:

Calcutta High Court
Follow

শ্বেতা মিত্র, কলকাতা: এবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাটল কেন্দ্রীয় সরকার। মূলত আইনজীবীদের নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। শনিবার ৮ মার্চ তিনজন আইনজীবীকে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

কলকাতা হাইকোর্ট নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

আইন মন্ত্রক জানিয়েছে যে স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং ওম নারায়ণ রাই – সকলেই অ্যাডভোকেট – অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন। অতিরিক্ত বিচারকদের সাধারণত দুই বছরের জন্য নিযুক্ত করা হয় এবং তারপর বিচারক হিসেবে উন্নীত হন, যাকে সাধারণত ‘স্থায়ী’ বিচারক বলা হয়।

বিশেষ পোস্ট কেন্দ্রীয় মন্ত্রীর

আইন ও বিচার মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অর্জুন রাম মেঘওয়াল এক্স (পূর্বে টুইটার) -এ নিয়োগের ঘোষণা করেছেন। তিনি লেখেন, ‘ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ভারতের রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে কলকাতা হাইকোর্টে নিম্নোক্ত বিচারকদের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করতে পেরে সন্তুষ্ট হন। আমি তাঁদের অনেক অনেক শুভেচ্ছা জানাই… নতুন বিচারকরা হলেন স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং ওম নারায়ণ রাই।’

২৮শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট কলেজিয়াম কর্তৃক বিচারপতি পদের জন্য সুপারিশকৃত পাঁচজন আইনজীবীর মধ্যে এই তিনজনই ছিলেন। কলেজিয়াম আরও দুই আইনজীবী, মোঃ তালে মাসুদ সিদ্দিকী এবং কৃষ্ণরাজ ঠাকেরকেও নিয়োগের জন্য সুপারিশ করেছিল কিন্তু তাদের নাম এখনও চূড়ান্ত হয়নি। ১ ফেব্রুয়ারি পর্যন্ত, কলকাতা হাইকোর্ট ৪৩ জন বিচারক নিয়ে কাজ করছে, যেখানে অনুমোদিত ৭২ জন বিচারক পদ রয়েছে, যেখানে ২৯টি শূন্য পদ রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join