বাংলায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, পুজোর আগেই মিলবে বেতন

Published on:

central government employee

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো আসতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। চারিদিকে সাজো সাজো রব। এসবের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employee) জন্য রইল দারুণ সুখবর। কেন্দ্রীয় সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবারে পুজোর আগেই সকলকে বেতন দিয়ে দেওয়া হবে, অর্থাৎ অগ্রিম বেতন পেয়ে যাবেন সকলে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

বাংলায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর

কেন্দ্রীয় সরকারি কর্মীদের অগ্রিম বেতন দেওয়ার বিষয়টি স্বীকার করে দিয়েছেন খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, নবরাত্রি, দুর্গাপুজো-দশেরার কথা মাথায় রেখে, কেন্দ্রীয় কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন অগ্রিম দেওয়া হবে কেন্দ্রের তরফে। সরকার এমন ব্যবস্থা করেছে যাতে পশ্চিমবঙ্গে নিযুক্ত কর্মচারীদের বেতন ৩০ সেপ্টেম্বরের আগে দেওয়া যায়। লক্ষ্য, কারোর উৎসব উদযাপনে যাতে কোনও অসুবিধা না হয়। এই বিষয়ে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল (সিজিএ) এর অফিস একটি আদেশ জারি করেছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে, রাজ্যে নিযুক্ত সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, শিল্প কর্মচারী এবং পেনশনভোগীরা অগ্রিম অর্থ পাবেন। সেপ্টেম্বর মাসের বেতন ২৬ সেপ্টেম্বর ২০২৫ অর্থাৎ শুক্রবার করা হবে। সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দুর্গাপূজার প্রাক্কালে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ২৬শে সেপ্টেম্বর ২০২৫, শুক্রবারেই প্রদানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

A document titled "OFFICE MEMORANDUM" from the Department of Expenditure, Ministry of Finance, Government of India. It includes text about salary disbursement for Central Government employees in West Bengal, dated 12-09-2025, signed by Joint Controller General of Accounts Sukhbir Singh.

তিনি আরও লেখেন, ‘বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব দুর্গাপূজার আগে এই উদ্যোগ শুধু বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্থনৈতিক স্বস্তিই নয়, বাঙালি আবেগেরও এক অনন্য সম্মান। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ আবারও প্রমাণ করলো, বাঙালির সুখ-দুঃখে, আনন্দ-উৎসবে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে পাশে রয়েছে এবং বাংলার সংস্কৃতি ও অনুভূতির প্রতি গভীর শ্রদ্ধাও নিবেদন করে।’

ব্যাঙ্কগুলিকে বিশেষ নির্দেশ কেন্দ্রের

এই আদেশ সকল কেন্দ্রীয় মন্ত্রক, বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়াও, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-কে এই নির্দেশিকা রাজ্যের সমস্ত ব্যাংক শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে সময়মতো অর্থ প্রদান করা যায়। ব্যাংক এবং পেমেন্ট এজেন্সি অফিস (পিএও) সমস্ত পেনশনভোগীদের সময়মতো এই অগ্রিম অর্থ প্রদান করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥