রেশনে কেরোসিন তেল নিয়ে নয়া নীতি কেন্দ্রের, কমতে পারে বরাদ্দ! কি হবে বাংলার?

Published on:

Central Kerosene Distribution Policy

সহেলি মিত্র, কলকাতাঃ আপনারও কি রেশন কার্ড রয়েছে? মাসে মাসে কেরোসিন তেল (Kerosene) নেন রেশনে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। একদিকে যখন কেরালা রেশনে কেরোসিন তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন কেন্দ্রীয় সরকার বাংলা সহ বিভিন্ন রাজ্যকে নোটিশ পাঠাল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রেশনে এবার কেরোসিন তেল দেওয়া নতুন নীতি লাগু করল কেন্দ্রের মোদী সরকার। আর এর প্রভাব পড়বে সরাসরি রেশন প্রাপকদের ওপর। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেরোসিন তেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

আসলে রাজ্যগুলিকে পেট্রলিয়াম মন্ত্রক থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে মুখ্যসচিবদের জানানো হয়েছে, দূষণ সৃষ্টি এবং জনস্বাস্থ‌্যহানির কারণে রেশন প্রাপকদের আগামী দিনে কেরোসিন তেল দিতে মোটেও আগ্রহী নয়। ২০১১ সাল থেকেই রেশনে কেরোসিন তেল দেওয়ার পক্ষে নাক সিটকে আসছে কেন্দ্র। এখন মানুষের ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার আছে। তবে তাও কিছু মানুষ আছেন যারা খরচা বাঁচাতে রেশনে কেরোসিন তেল নেন।

এদিকে কেরোসিনের উপর ভর্তুকি তুলে নিয়ে সব বাড়িতে সস্তায় রান্নার গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহের প্রকল্প চালু করা হয়। এক রিপোর্ট অনুযায়ী, ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যেই স্বেচ্ছায় কেরোসিনের কোটা ছেড়ে দিয়েছে। তবে কিছু বাংলা সহ রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকা এখনও রেশনে কেরোসিন চাইছে। তাই তাদের জন্য নতুন নীতি নেওয়া হল। এদিকে পশ্চিমবঙ্গ সরকার পুরনো বরাদ্দ বজায় রাখার পক্ষে। কিন্তু গত কয়েক বছরের মধ্যে বাংলার বরাদ্দ কমানো হয়েছে। আগামী দিনে এই বরাদ্দ আরও কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ চিকেন’স নেক-এ ক্ষেপণাস্ত্র, ভারত-বাংলাদেশ সীমান্তে জারি কার্ফু! কড়া নির্দেশ BSF-র

কেন্দ্রের নতুন নীতি

কেন্দ্রের তরফে জারি করা নতুন নীতির ফলে আগামী দিনে বেশ কিছু রাজ্য বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা। পেট্রলিয়াম মন্ত্রকের নয়া নীতিতে বলা হয়েছে, কোনও রাজ্য গত তিনটি অর্থবর্ষের মধ্যে যে-বছর সর্বোচ্চ পরিমাণ কেরোসিন তুলেছে সেটাই হবে তাদের বরাদ্দের কোটা। পরবর্তী দুটি অর্থবর্ষে এই ফর্মুলাই চলবে। এক্ষেত্রে বাংলার ভাগে কতটা মিলবে সেটাই এখন দেখার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group